Advertisment

Kejriwal gets bail: মুক্ত কেজরি, ভোটমুখী হরিয়ানায় আপের নতুন অস্ত্র

Kejriwal gets bail: আম আদমি পার্টি হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের প্রতিটিতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। এই প্রথমবার আপ হরিয়ানায় ৯০টি আসনেই প্রার্থী দিতে চলেছে। ৫ অক্টোবর বিধানসভা নির্বাচনের মুখোমুখি হবে হরিয়ানা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kejriwal, AAP, কেজরিওয়াল, আপ

Kejriwal-AAP: শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। (ছবি- এক্সপ্রেস আর্কাইভ)

Kejriwal gets bail: শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন আম আদমি পার্টির আহ্বায়ক তথা সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতারা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে কেজরিওয়াল শুক্রবার সন্ধ্যার মধ্যে হেফাজত থেকে মুক্তি পেতে চলেছেন। আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে দলের সুপ্রিমো জেল থেকে মুক্তি পাওয়ায় হরিয়ানার পার্টিকর্মীরা রীতিমতো 'উত্তেজিত'। 

Advertisment

হরিয়ানায় আপ (AAP)-এর তারকা প্রচারকদের তালিকায় শীর্ষে রয়েছেন কেজরিওয়াল। হরিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা কেজরিওয়াল এর আগে কুরুক্ষেত্রে দলীয় প্রার্থী এবং দলের রাজ্য সভাপতি ডা. সুশীল গুপ্তার হয়ে ভোটপ্রচারও করেছিলেন। গুপ্তা ভারত ব্লকের প্রার্থী হিসেবে কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্রে ৫.৩ লক্ষের বেশি ভোট পেয়েছেন। যদি তিনি জিততে পারেননি। বিজেপির নবীন জিন্দালের কাছে হেরে যান। বর্তমানে, কেজরিওয়ালের স্ত্রী সুনীতা, রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান হরিয়ানাজুড়ে আপের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও আপের অন্যান্য তারকা প্রচারকদের মধ্যে রয়েছেন দিল্লির মন্ত্রী অতীশী, সৌরভ ভরদ্বাজ ও আপ নেতা সঞ্জয় সিং এবং মণীশ সিসোদিয়া।

পাঁচটি প্রধান রাজনৈতিক দল এবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস-সিপিআই (এম) জোট ছাড়াও, আপ, আইএনএলডি-বিএসপি-এইচএলপি জোট এবং জেজেপি-এএসপি (কাঁসি রাম) জোট নির্বাচনে প্রার্থী দিয়েছে। ক্ষমতাসীন বিজেপি এবং আপই একমাত্র দুটি দল, যারা অন্য কোনও দলের সঙ্গে জোট ছাড়াই ৯০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। কেজরিওয়ালের অনুপস্থিতিতে, রাঘব চাড্ডা গত দুই সপ্তাহ ধরে পার্টির সঙ্গে জোট নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করছিলেন। কিন্তু, সেই আলোচনা ভেস্তে যায় এবং উভয় দল পরস্পরের সঙ্গে জোট ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন- দক্ষ কর্মীর অভাব? অবসরের বয়স বাড়াচ্ছে চিন

আপের রাজ্যসভার সাংসদ  সুশীল গুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'অরবিন্দ কেজরিওয়াল অবশ্যই হরিয়ানায় রাজনৈতিক সমীকরণ পরিবর্তন করবেন এবং আপ অবশ্যই রাজ্যে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন, আমরা দিল্লি এবং পঞ্জাবে করেছি। সুপ্রিম কোর্ট এর আগেও তাঁকে জামিন দিয়েছিল। আজ, সুপ্রিম কোর্ট তাঁকে শুধু জামিনই দেয়নি বরং তাঁকে ভুলভাবে হেফাজতে রাখা হয়েছে বলেও রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নিজেদের সরকারি পদের অপব্যবহারের জন্য তিরস্কারও করেছে। এটা সত্যের জয় এবং বিজেপির মুখে চপেটাঘাত। আমরা শীঘ্রই হরিয়ানায় তাঁর প্রচারের সময়সূচির বিবরণ প্রকাশ করব। অরবিন্দ কেজরিওয়াল প্রচারে নেতৃত্ব দিলে, হরিয়ানার ৯০টি আসনের সবক'টিতে দলীয় কর্মীরা বিরাট উৎসাহ পাবেন।' 

 

 

haryana Arvind Kejriwal AAP Election
Advertisment