Advertisment

কেজরির শপথে আসছেন সাফাইকর্মীরাও

রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জয়ের পর জনতার মাঝে কেজরিওয়াল।

সরকার চালাতে অক্লান্ত পরিশ্রম করেন যাঁরা, তাঁরাই এবার নিমন্ত্রিত কেজরিরওয়ালের শপথ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী মোদীকে নিমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন অন্যান্য বিশিষ্টরাও। তাদের মাঝেই থাকবেন আপের বিশেষ অতিথিরা।

Advertisment

রবিবার রামলীলায় শপথ। শনিবার প্রস্তুতি চরমে। প্রায় চূড়ান্ত নিমন্ত্রিতদের তালিকা। আপ নেতা তথা দিল্লির মন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, 'সরকার চালাতে গত পাঁচ বছর বিভিন্নভাবে সহায় করেছেন এমন ৫০ জন রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।' আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, দিল্লি সরকার পরিচালিত স্কুলের শিক্ষক, পড়ুয়া, মহল্লা চিকিৎসক, বাইক অ্যাম্বুল্যান্সের চালক, দমকল কর্মী, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে, বাস-অটো চালক, মেট্রো চালকদেরও। এর ফলে সরকারের কাজে নিমন্ত্রিতদের আগ্রহ ও একাগ্রতা বাড়বে বলে মনে করছেন আপ নেতৃত্ব।

আরও পড়ুন: শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ কেজরির

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে ওইদিন বারাণসীতে যেতে পারেন মোদী। ফলে কেজরির শপথগ্রহণের অনুষ্ঠানে নাও থাকতে পারেন নমো। জানা গিয়েছে, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই শপথে আমন্ত্রণ জানানো হয়ননি।

আরও পড়ুন: কেজরিওয়ালের পক্ষে বিপুল জনসমর্থনের কারণ কি শুধুই উন্নয়ন?

উল্লেখ্য, দিল্লিতে ৬২টি আসনে জিতে আবারও ক্ষমতায় ফিরেছে কেজরিওয়াল সরকার। দিল্লি ভোটে কার্যত বেসামাল বিজেপি। ভোটের ফল ঘোষণার পর সেদিন সন্ধেয় টুইটারে কেজরিকে জয়ের অভিনন্দন জানান মোদী। পাল্টা ধন্যবাদ জানিয়ে মোদকে টুইট করেন আপ প্রধান। সেদিন টুইটে কেজরির উদ্দেশে মোদী লেখেন, ‘‘আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ। দিল্লিবাসীর আকাঙ্খা পূরণে অনেক শুভেচ্ছা’’। পাল্টা কেজরি লেখেন, ‘‘আপনাকে ধন্যবাদ। আমাদের রাজধানী শহরকে বিশ্বমানের শহরে পরিণত করার উদ্দেশ্যে কেন্দ্রের সঙ্গে থেকে কাজ করতে মুখিয়ে আছি’’।

আগামী রবিবার কেজরির সঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। ২০১৩ ও ২০১৫ সালের মতো রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরি। দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান দেখতে পাবেন আম আদমিও। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে দিল্লিবাসীকে শপথে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Arvind Kejriwal delhi
Advertisment