এ যুগের ভয়াবহ বন্যায় বানভাসি কেরালা ঘুরে দাঁড়াতে মরিয়া। বন্যা-বিপর্যয়ে দক্ষিণের এই রাজ্যে ক্ষতির বোঝা আকাশচুম্বী। কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি সামলাতে হিমশিম সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ইতিমধ্যেই নিজের রাজ্যের আর্থিক ভিত মজবুত করার তোড়জোড়ও শুরু করে দিয়েছেন। কেরালাকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার। নতুন কেরালা গড়ার জন্য বিদেশ থেকে ত্রাণ সংগ্রহ করার কর্মসূচিও দিন কয়েক আগে ঠিক করেছে বিজয়ন সরকার। এবার আর্থিক ভিত মজবুত করতে নয়া দাওয়াই দিল কেরালা সরকার।
বন্যা বিপর্যয়ের ক্ষতি সামাল দিতে সে রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকায় রয়েছে চলচ্চিত্র উৎসবের মতো বড় ইভেন্ট। শুধু তাই নয়, আগামী এক বছরের জন্য রাজ্যের স্কুলগুলিতে ফেস্টের আয়োজনও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন, ত্রাণ সংগ্রহে বিদেশ পাড়ি দেবে কেরালার প্রতিনিধি দল
ভয়াবহ বন্যায় কেরালায় মৃতের সংখ্যা ৪৮০-রও বেশি। লক্ষাধিক মানুষ ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। বহু ঘারবাড়ি যেমন ভেঙে পড়েছে, তেমনই বহু সংখ্যক ফসল ক্ষতি হয়েছে। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়েই রাজ্যে উৎসবের আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে কেরালা বিধানসভার বিশেশ অধিবেশনে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন যে, বন্যায় কেরালায় ক্ষতির অঙ্ক রাজ্যের বার্ষিক পরিকল্পনা খাতের থেকেও বেশি। এমনকি, ইতিমধ্যেই কেরালার জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। পাশাপাশি , বেশ কয়েকটি রাজ্যেও কেরালার পাশে দাঁড়িয়েছেন। কেরালার জন্য ত্রাণ সংগ্রহের জন্য বিশেষ দল মধ্য-পূর্বসহ বেশ কয়েকটি দেশে পাড়ি দেবে বলেও ক’দিন আগে জানানো হয়েছিল কেরালা সরকারের তরফে।