Advertisment

দুঃসময়ে বিজ্ঞাপনী বার্তা দিয়ে কেরালার পাশে আমূল

এবার কেরালায় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও জায়গা করে নিল আমূলের বিজ্ঞাপনে। ফুটফুটে সেই আমূল গার্ল এবার কেরালার দুর্গতদের সহমর্মী, সমব্যথী।

author-image
IE Bangla Web Desk
New Update
kerala floods, কেরালায় বন্যা

কেরালায় বন্যা নিয়ে আমূলের বিজ্ঞাপন। ছবি: টুইটার/ ইন্ডিয়ান এক্সপ্রেস।

যে দিকে চোখ যায়, শুধুই জল আর জল। বন্যায় যেন আটকে পড়েছিল সেই ফুটফুটে মেয়েটাও। সে অবশ্য একা নয়, তার সঙ্গী এক খুদে ছেলেও। তারও চোখেমুখে জলে পড়ারই ছাপ। বানভাসি এলাকায় তাদের উদ্ধারে নেমেছে একজন জওয়ান আর একজন ভলান্টিয়ার। বন্যাবিধ্বস্ত কেরালার পাশে দাঁড়াতে এমন ছবি  সামনে এনেছে আপনার রোজ ব্রেকফাস্টে পাউরুটির গায়ে প্রলেপ মাখানো সেই চেনা বাটার কোম্পানি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমূলের কথাই হচ্ছে।

Advertisment

বরাবরই সাম্প্রতিক ঘটনার প্রতিচ্ছবি ফুটে ওঠে আমূলের বিজ্ঞাপনে। এবার কেরালায় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও জায়গা করে নিল আমূলের বিজ্ঞাপনে। ফুটফুটে সেই আমূল গার্ল এবার কেরালার দুর্গতদের সাহস জোগালো ‘হেল্প উইথ ইওর বিলিফ অ্যান্ড রিলিফ’ কথা বলে। হ্যাঁ, আমূলের ওই বিজ্ঞাপনের এক কোনায় লেখা এই কথা। বিজ্ঞাপনের মাথায় বড় বড় করে লেখা, ‘গড প্লিজ হেল্প ইওর ওন কান্ট্রি...’

আমূলের বিজ্ঞাপন বরাবরই নজর কাড়ে সবার। এবারও তার ব্যতিক্রম হয়নি। বানভাসি কেরালাকে নিয়ে আমূল গার্লের এই বিজ্ঞাপনী বার্তায় মন ভরেছে অনেকেরই।


আরও পড়ুন, কেরালায় বানভাসি শিশুকে উদ্ধার করে হিরো নৌবাহিনীর কর্মী

সাম্প্রতিক কালের অন্যতম ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত কেরালা। বন্যায় দক্ষিণের এই রাজ্যে মৃতের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়েছে। লক্ষাধিক মানুষ মাথা গোঁজার ঠাঁই হিসেবে আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। এমন দুর্যোগের জেরে সে রাজ্যে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরালাবাসীর এই দুর্দশার সময় বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে কেরালাবাসীর জন্য আমূলের এই বিজ্ঞাপন বার্তাবহ বলেই মনে করা হচ্ছে।

kerala national news
Advertisment