নৌবাহিনীর এক কর্মীর একক নৈপুণ্য ও দায়বদ্ধতায় বন্য়াবিধ্বস্ত কেরালায় প্রাণ বাঁচল এক শিশুর। গত কয়েকদিন ধরেই ভয়াবহ বন্য়ায় বানভাসি দক্ষিণের এই রাজ্য়। ইতিমধ্য়েই দক্ষিণের এই রাজ্য়ে মৃতের সংখ্য়া দাঁড়িয়েছে দেড়শো ছাড়িয়েছে। এই দুর্দশার মধ্যে নৌবাহিনীতে কর্মরত ওই যুবকের অসামান্য় কৃতিত্ব মনে রাখবেন বন্যা বিধ্বস্ত মানুষ। তাঁর রোমাঞ্চকর এয়ারলিফ্টিং এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল।
অন্যান্য জায়গার মতোই কেরালার আলুভা এলাকাও জলের তলায়। আটকে পড়েছেন বহু মানুষ। দুর্গতদের উদ্ধারকাজের জন্য় আকাশে চক্কর কাটছিল নৌবাহিনীর কপ্টার। ওই কপ্টারেই ছিলেন পাইলট বিজয় বর্মা ও ফ্লাইট ডাইভার অমিত। চপারে করে বানভাসি রাজ্য়ের আকাশে চক্কর কাটতে কাটতেই হঠাৎই তাঁরা দেখতে পান ছাদে একটা শিশু আটকে পড়েছে। দেখা মাত্রই সেই বাড়ির ছাদের দিকে বিদ্যুত গতিতে নেমে আসতে থাকে চপার।
Aluva Rescue effort pic.twitter.com/b3ZbwZ6vcr
— SpokespersonNavy (@indiannavy) August 16, 2018
চপারে দড়ির সাহায্য়ে ঝুলে সেই বাড়ির ছাদে পা রাখলেন অমিত। তারপর শিশুটিকে কোলে তুলে নিয়ে চপারের ওই অত্য়াধুনিক দড়ির সাহায্য়ে যেন স্পাইডারম্য়ানের মতো শিশুকে উদ্ধার করলেন ওই ফ্লাইট ডাইভার। যে মুহূর্ত টুইটারে শেয়ার করেছে খোদ নৌ বাহিনী। শিশু উদ্ধারের ওই ভিডিওতে মন মজেছে নেটিজেনদেরও।
Incredible video of an @indiannavy diver rescuing a child during the Kerala floods. Humbled by this act of bravery and courage https://t.co/9KmX5WAJtZ
— Amrita Dhindsa (@AmritaDhindsa) August 16, 2018
It defines the heroism that is dedicated to nation. https://t.co/kjTvDIolXU
— Vashisth Anand (@vashisth2009) August 16, 2018
Salute!! #KeralaFloods #rescue #Heros https://t.co/2tc2QdV0qy
— Deepak Narayanan (@deepaknarayanan) August 16, 2018
Superman https://t.co/45fWdzCQRA
— ???? War Lord (@WarLordofNorth) August 16, 2018
আরও পড়ুন, কেরালায় ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭২
অন্য়দিকে, কেরালার পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার বিকেলের পর সে রাজ্য়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালার বিভিন্ন এলাকার বানভাসি মানুষদের উদ্ধারের কাজ চলছে জোরকদমে। আগামী ৪৮ ঘণ্টায় সে রাজ্য়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।