Advertisment

৭০০ কোটি টাকা নিয়ে বিড়ম্বনায় কেরালার মুখ্যমন্ত্রী

‘‘আমরা চাই, গোটা ঘটনার ব্যাখ্যা দিন পিনারাই বিজয়ন। কার কাছ থেকে উনি এ তথ্য পেয়েছিলেন, সেটা জানান’’, মন্তব্য কেরালার বিজেপি প্রধান পি এস শ্রীধরন পিল্লাইয়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
kerala floods, কেরালায় বন্যা

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরালা। ফাইল ছবি।

সংযুক্ত আরব আমিরশাহীর ৭০০ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা নিজেই বড়মুখ করে সকলকে জানিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেকথা তিনি কেন বললেন? কার কাছ থেকে এমন তথ্য পেলেন তিনি? এ নিয়ে আওয়াজ তুলেছে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব। এ যুগের অন্যতম ভয়াবহ বন্যায় কেরালার জন্য কোনওরকম আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়নি বলেই জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর তরফে। যে তথ্য সামনে আসার পরই ৭০০ কোটি টাকার রহস্য নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

Advertisment

এ প্রসঙ্গে এদিন কেরালার বিজেপি প্রধান পি এস শ্রীধরন পিল্লাই বলেন,‘‘আমরা চাই, গোটা ঘটনার ব্যাখ্যা দিন পিনারাই বিজয়ন। কার কাছ থেকে উনি এ তথ্য পেয়েছিলেন, সেটা জানান।’’ কেরালার বিজেপি নেতৃত্বের তরফে এও দাবি করা হয় যে, সে রাজ্যে বন্যার জেরে সংযুক্ত আরব আমিরশাহী ১০০ মিলিয়ন ডলারের কোনও আর্থিক সাহায্য ঘোষণা করেনি। এ সপ্তাহের শুরুর দিকে, পিনারাই বিজয়ন সংযুক্ত আরব আমিরশাহীর সাহায্য প্রসঙ্গে জানান যে, এম এ ইউসুফ আলি নামে মধ্য-পূর্বের এক ব্যবসায়ীর মাধ্যমে এ খবর পেয়েছিলেন। সরকারি ভাবে এ খবর না জানানোর আগে কেন একজন ব্যবসায়ীর কথায় জোর দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী, তা নিয়েও উঠছে প্রশ্ন।

এ ঘটনায় পিনারাই বিজয়নের অস্বস্তি বাড়ান সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত আহমেদ আলবান্নাও। বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন,‘‘সরকারি ভাবে সংযুক্ত আরব আমিরশাহীর তরফে তেমন কোনও সাহায্যের কথা ঘোষণা করা হয়নি। এমনকি কত টাকা আর্থিক সাহায্য করা হবে, তাও কিছু জানানো হয়নি।’’ একথা প্রকাশ্যে আসতেই বানভাসি কেরালার বিড়ম্বনা বেড়েছে বৈকি কমেনি।

আরও পড়ুন, সংযুক্ত আরব আমিরশাহীর ৭০০ কোটি টাকা ছুঁতে পারবে না কেরালা!

ভয়াবহ বন্যায় বানভাসি কেরালার ক্ষতির অঙ্ক কয়েক হাজার কোটি টাকা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এ খবর সামনে আসার পরই দুর্যোগে বিধ্বস্ত কেরালার লক্ষ্মীর ভাঁড় ভরার জন্য দু’হাত ভরে কোটি কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিল। এই তালিকায় বিদেশি সাহায্যের খবরও সামনে আসে। সংযুক্ত আরব আমিরশাহী ৭০০ কোটি টাকা তাঁদের রাজ্যে দিচ্ছেন, একথা নিজেই জানিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এখবর শুনে কেরালাবাসীদের মুখে হাসি ফুটতেই ফুটতেই তা উধাও হয়ে গিয়েছে মুহূর্তে। কারণ দেশের দুর্যোগ সহায়তা নীতি। ২০০৪ সালে তৈরি হওয়া এ দেশের দুর্যোগ সহায়তা নীতির জেরে সংযুক্ত আরব আমিরশাহীর সাহায্য কেরালা গ্রহণ করতে পারবে না।

kerala national news
Advertisment