এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনায় নয়া মোড় নিল শবরীমালা ইস্যু। বৃহস্পতিবার কাকভোরে বিজেপির বিক্ষোভস্থলের সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলেন এক ব্যক্তি। শুধু তাই নয়, গায়ে আগুন দেওয়ার সময় ‘‘আয়াপ্পা, আয়াপ্পা’ বলে চিৎকার করেন বেণুগোপালন নায়ার নামের বছর উনপঞ্চাশের এক ব্যক্তি। অগ্নিদগ্ধ অবস্থায় নায়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানী তিরুবনন্তপুরমে শবরীমালা ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির ওই বিক্ষোভস্থলে অনশনে বসেছেন দলের শীর্ষ নেতা সি কে পদ্মনাভন। এদিন রাত ২টো নাগাদ সভাস্থলের কাছে হঠাৎই ওই ব্যক্তি গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন। এ ঘটনা দেখা মাত্রই বিজেপি কর্মী ও স্থানীয়রা আগুন নেভান। পরে নায়ারকে তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তবে নায়ারের দেহের ৯০ শতাংশই আগুনে ঝলসে গিয়েছে। এ ঘটনা যখন ঘটে, সেসময় সভাস্থলে ছিলেন পদ্মনাভন। যদিও তিনি এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি।
আরও পড়ুন, ভক্তদের আপত্তি অগ্রাহ্য করে শবরীমালায় প্রবেশ করতে চাওয়া রেহানা ফতিমা গ্রেফতার
এ ঘটনা প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার সাব-ইন্সপেক্টর জিজিন জি চাকো বলেন, গায়ে অগ্নিসংযোগের সময় নায়ার বারবার ‘‘আয়াপ্পা, আয়াপ্পা’’ বলে চিৎকার করেছিলেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নায়ারের পারিবারিক সমস্যা ছিল। সেজন্যই হয়তো তিনি এই চরম পদক্ষেপ করলেন। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নায়ার তিরুবনন্তপুরমের মুত্তাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যে রায়ের পরই অশান্ত হয়ে ওঠে কেরালা। সুপ্রিম রায়ের বিরোধিতা করে চলে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ দেখানোর অভিযোগে বহু ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকে কার্যত সমর্থন করে আসরে নেমেছে গেরুয়াবাহিনীও।
Read the full story in English