Advertisment

লালবাজারের কাছে মার্টিন বার্ন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড! আগুন আপাতত নিয়ন্ত্রণে

লালবাজারের কাছে মার্টিন বার্ন বিল্ডিংয়ে আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

author-image
IE Bangla Web Desk
New Update
fire

লালবাজারের মার্টিন বার্ন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড। প্রতীকী ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। লালবাজারের কাছে মার্টিন বার্ন বিল্ডিংয়ে আগুন লাগে। ওই বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisment

আরও পড়ুন, রাতের কলকাতায় অ্যাসিড হামলার অভিযোগ! জখম দুই মহিলাসহ মোট তিনজন

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এদিন আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকল।

আরও পড়ুন, পচা মাংসকাণ্ডের তদন্তে গঠিত হবে উচ্চ পর্যায়ের কমিটি, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

fire kolkata
Advertisment