scorecardresearch

শশী থারুরের গ্রেফতারিতে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ

বৃহস্পতিবার কংগ্রেস সাংসদের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

Shashi Tharoor, শশী থারুর
শশী থারুর, ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

একদিকে চিদাম্বরমের গ্রেফতারি নিয়ে যখন শোরগোল গোটা দেশ, ঠিক সেই আবহে গ্রেফতারি থেকে খানিকটা স্বস্তি পেলেন আরেক কংগ্রেস নেতা শশী থারুর। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী ২৪ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতার পি চিদাম্বরম

উল্লেখ্য, ‘হিন্দু-পাকিস্তান’ নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী সুমিত চৌধুরি। সেই মামলায় গত ১৩ অগাস্ট তিরুঅনন্তপুরমের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। সেই মামলাতেই গ্রেফতারি থেকে খানিকটা রেহাই পেলেন কংগ্রেস নেতা শশী থারুর।

আরও পড়ুন: এক্সপ্রেস গভর্ন্যান্স অ্যাওয়ার্ডস: ‘দক্ষ প্রশাসক মিরাকেল ঘটাতে পারেন…প্রশাসন গণতন্ত্রের মেরুদণ্ড’

এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইনজীবী সুমিত চৌধুরি বলেছিলেন, ‘‘হিন্দু পাকিস্তান মন্তব্যের জেরে গত বছর জুলাইয়ে শশী থারুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম। গত বছর অগাস্টে ওঁর আইনজীবী আদালতে হাজিরা দিয়েছিলেন। আজ আদালতে থারুর বা ওঁর আইনজীবী, কেউই আসেননি। সে কারণেই ওঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল’’।

Read the full story in English

 

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Kolkata high court stays the arrest warrant against shashi tharoor