Advertisment

কলকাতা কর্পোরেশনে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন করবেন কিভাবে

ফুড সেফটি অফিসার (ফুড ইনস্পেক্টর) নিয়োগ করা হবে কলকাতা কর্পোরেশনে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল মিউনিসিপাল সার্ভিস কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
jobs

NVS Recruitment 2019 Notification

ফুড সেফটি অফিসার (ফুড ইনস্পেক্টর) নিয়োগ করা হবে কলকাতা কর্পোরেশনে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল মিউনিসিপাল সার্ভিস কমিশন। মোট ১৫টি আসনের জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে।

Advertisment

আসন সংখ্যা- মোট আসন সংখ্যা ১৫টি, সংরক্ষিত আসন ৮টি, অসংরক্ষিত PWD-র জন্য ১টি। ওবিসি-এ জন্য ২টি, ওবিসি-বি-এর জন্য ১টি।

আরও পড়ুন: JEE Advanced 2019: আগামি বছর JEE (Advanced) পরীক্ষা হবে ১৯ মে

শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি, বায়ো টেকনোলজি, ওয়েল টেকনোলজি, এগ্রিকালচারাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়ো-কেমিস্ট্রি, বা মাইক্রো বায়োলজি নিয়ে স্নাতক বা কেমিস্ট্রি নিয়ে স্নাতোকত্তর বা মেডিসিন-এ স্নাতক হতেই হবে প্রার্থীকে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছর। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে।

আবেদন করবেন কিভাবে: অফলাইনে নয়, আবেদন জমা করতে হবে অনলাইনেই। অনলাইনে আবেদন জমার পর একটি চালান দেওয়া হবে। অনলাইনে সেই চালান সংগ্রহ করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন এবং চালন জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর। বাকি আবেদনের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে ২ নভেম্বর, ২০১৮-এর মধ্যে।

আবেদন ফি: অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ১৫০ টাকা, প্রসেসিং ফি ৫০ টাকা ও ব্যাঙ্কের ফি ২০ টাকা। এ বিষয়ে বিশদ জানতে ভিজিট করুন মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। অনলাইন আবেদনও করা যাবে সেখানেই। ওদের অফিসিয়াল সাইটটি- www.mscwb.org

Kolkata Municipal Corporation
Advertisment