ভুয়ো খবরের বিরুদ্ধে তথ্যচিত্র হাতিয়ার কলকাতা পুলিশের

শুধু ভুয়ো তথ্য প্রচারের সতর্কবার্তাই নয়, ব্যাঙ্ক জালিয়াতি এবং সাইবার ক্রাইম সংক্রান্ত সচেতনতা বিষয়ক বেশ কয়েকটি তথ্যচিত্র বানানোর কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু ভুয়ো তথ্য প্রচারের সতর্কবার্তাই নয়, ব্যাঙ্ক জালিয়াতি এবং সাইবার ক্রাইম সংক্রান্ত সচেতনতা বিষয়ক বেশ কয়েকটি তথ্যচিত্র বানানোর কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata police facebook page

Kolkata Police Facebook Page

স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়ো পোস্টের শেয়ার রুখতে এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বানাচ্ছে কলকাতা পুলিশ। ফেসবুক হোয়াটসঅ্যাপে সক্রিয় এমন অনেকেই না জেনে বা না বুঝেও ভুয়ো মেসেজ, ছবি ইত্যাদি শেয়ার করতে থাকেন। সে কারণেই জনসাধারণকে সতর্কবার্তা দিতে এই পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলে জানাচ্ছেন গোয়েন্দা প্রধান প্রবীন ত্রিপাঠী।

Advertisment

জালিয়াতি রুখতে স্যোশাল মিডিয়াকে পুলিশ হাতিয়ার করেছিল আগেই, এবং স্যোশাল মিডিয়ায় তাদের তৎপরতায় ইতিমধ্যেই উপকৃত হয়েছেন অনেকেই। নিজেদের পেজে বিভিন্ন বিষয়ে মিম বানিয়ে জনসাধারণকে সতর্কবার্তা দিয়েছে কলকাতা পুলিশ, কিন্তু এবার ভাবনার পরিসর খানিকটা বড়।

আরও পড়ুন: Eid al Fitr holidays 2018: ভুয়ো বিজ্ঞপ্তি নিয়ে পুলিশের নোটিশ জারি

Advertisment

সম্প্রতি রাজ্যে ঈদের ছুটি নিয়ে একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে মূলত ফেসবুক এবং টুইটারে। পোস্ট ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। অনেকে না জেনেশুনেই নিজেদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন সেই বিজ্ঞপ্তি। তাঁদের মধ্যে এমন অনেকে ছিলেন যাঁরা নিজেদের মনগড়া তথ্যও জুড়েছিলেন সেই বিজ্ঞপ্তির সঙ্গে। এই তালিকায় ছিল গিরিশ পার্কের বাসিন্দা বিজয় প্রকাশ পান্ডের নামও। ইতিমধ্যেই তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে প্রথম কোন আইপি অ্যাড্রেস থেকে এই ভুয়ো বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছিল তা এখনো জানা যায়নি। আইপি অ্যাড্রেস জানতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, শুধু ভুয়ো তথ্য প্রচারের সতর্কবার্তাই নয়, ব্যাঙ্ক জালিয়াতি এবং সাইবার ক্রাইম সংক্রান্ত সচেতনতা বিষয়ক বেশ কয়েকটি তথ্যচিত্র বানানোর কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এজেন্সি মারফত ভিডিও তৈরির কাজ শেষ করে কিছুদিনের মধ্যেই তা কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হবে। বিভিন্ন প্রকারের সাইবার জালিয়াতি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে তাতে সাইবার সেল গঠনের পাশাপাশি আরও বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা গ্রহন করেছে কলকাতা পুলিশের।

kolkata police