Advertisment

ক্যাবচালকের সততায় হারানো মঙ্গলসূত্র ফেরাল পুলিশ

গাড়িতে মঙ্গলসূত্র ফেলে রেখে গিয়েছিলেন যাত্রী। কলকাতা পুলিশের তৎপরতা ও ক্যাব চালকের সততায় কয়েকঘণ্টার মধ্যেই হারানো মঙ্গলসূত্র ফিরে পেলেন যাত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata cab driver, কলকাতা ক্য়াব চালক

ক্য়াব চালকের সততা ও পুলিশি তৎপরতায় হারানো মঙ্গলসূত্র ফিরে পেলেন যাত্রী। প্রতীকী ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

রোজই চুরি-ছিনতাই-পকেটমারির মতো ঘটনা ঘটে চলেছে। শুধু কী তাই, ভুরি ভুরি প্রতারণার ঘটনায় কত যে মানুষ  দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার ইয়ত্তা নেই। এমন অপরাধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে হতেই পারে যে, বিশ্বাস, আস্থা, সততা..মানুষের জীবনে এই শব্দগুলোর বোধহয় অপমৃত্যু ঘটেছে।

Advertisment

কিন্তু না, এই শব্দগুলো যে হারিয়ে যায়নি, এখনও বেঁচেবর্তে রয়েছে, তার আরও এক নিদর্শন সামনে এল। গাড়িতে দামী সোনার গয়না ফেলে রেখে গিয়েছিলেন যাত্রী। পরে কলকাতা পুলিশের তৎপরতায় কয়েকঘণ্টার মধ্যেই হারানো সেই গয়না ফিরে পেলেন জনৈক যাত্রী। পুলিশের তৎপরতাই শুধু নয়, ওই গাড়িচালকের সততায় এবং মানবিকতার দৌলতেও সেই হারানো গয়না ফিরেছে ওই যাত্রীর হাতে।

আরও পড়ুন: ফেসবুকে টলি তারকাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা, ধৃত ২

সোমবার সন্ধের ঘটনা, আনন্দপুরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে স্মার্ট ক্যাবে করে  গিরিশ পার্ক থেকে সপরিবারে রওনা দিয়েছিলেন অমন কুমার সিং নামে লিলুয়ার এক বাসিন্দা। গাড়িতেই একটি মঙ্গলসূত্র ফেলে নেমে পড়েন তাঁরা। ৭০ হাজার টাকা মূল্যের সেই মঙ্গলসূত্রের খেয়াল যখন পড়ে, ততক্ষণে সেই ক্যাব তাঁদের নামিয়ে চলে গিয়েছে। অগত্যা থানার দ্বারস্থ হন অমন বাবুরা। আনন্দপুর থানায় গোটা ঘটনাটা জানানো হয়।

কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় খোঁজ মেলে সেই ক্যাব চালকের। না, ওই চালক গয়না নিয়ে পালিয়ে যাননি। বরং গয়নাটি সযত্নে রেখে দিয়েছিলেন, যাতে কেউ খোঁজ করলে তা ফিরিয়ে দিতে পারেন। পরে ওই চালকের সঙ্গে যোগাযোগ করে হারানো মঙ্গলসূত্র অমনবাবুদের হাতে তুলে দেয় পুলিশ।

বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে গয়না হারানোয় কয়েকঘণ্টার জন্য স্বভাবতই সব আনন্দ মাটি হয়ে গিয়েছিল লিলুয়ার ওই পরিবারের। তবে এভাবে এত তাড়াতাড়ি হারানো সেই মঙ্গলসূত্র পেয়ে বেজায় খুশি সিং পরিবার।

kolkata police kolkata news cab driver
Advertisment