Advertisment

Kolkata Rain Forecast: আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর, বিকেলের মধ্য়ে দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি,

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। প্রতীকী ছবি।

Kolkata Rain: অবশেষে স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ক’দিনের হাঁসফাঁস গরমে জল ঢালতে আসছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর weather office।

Advertisment

অন্য়দিকে আজই রাজ্য়ের দুই জেলায় আগামী ঘণ্টাখানেকের মধ্য়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনায় বিকেলের মধ্য়ে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে কি কলকাতাতেও এদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে? আবহাওয়া দফতরের এক অধিকর্তা অবশ্য় এ ব্য়াপারে স্পষ্ট কোন উত্তর দিতে পারেননি। তিনি জানান, দুই জেলায় বৃষ্টি হলে কলকাতায় কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আজ না হলেও, আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে যে কলকাতায় বৃষ্টি হতে পারে, সে ব্য়াপারে আশার বাণী শুনিয়েছেন ওই অধিকর্তা।

গত সপ্তাহে নিয়ম মেনে বর্ষা এ রাজ্য়ে এলেও, গরম থেকে রেহাই পাননি নাজেহাল রাজ্য়বাসী। ভরা আষাঢ়ে দাবদাহে পুড়ছে দক্ষিণ বাংলা। অন্য় জেলার পাশাপাশি দহনে পুড়ছে কলকাতাও। গতকালই কলকাতায় পারদ ছোঁয় ৪১ ডিগ্রি, যা এই মরসুমের উষ্ণতম দিন ছিল। মঙ্গলবারও সকাল থেকে উত্তাপ বেড়েছে কলকাতার। তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

আরও পড়ুন: Kolkata Rain Forecast: আষাঢ়ের শুরুতেই ক্লান্ত বর্ষা, খেল দেখাচ্ছে গ্রীষ্ম

এদিকে রাজ্য়ে বর্ষা পা রাখলেও, কেন গরমের এত দাপাদাপি, তা ব্যাখ্যা করতে গিয়ে গতকালই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, বর্ষার গতিপথ দুর্বল হয়ে পড়েছে। একইসঙ্গে রাজ্য়ে ঢুকছে উষ্ণ পশ্চিমী বায়ু, যার জেরেই বইছে তাপপ্রবাহ। গতকালই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর।

গরম থেকে বাঁচতে চাতক পাখির মত বৃষ্টির জন্য় হা পিত্য়েশ করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এদিন বৃষ্টি হলে সেই তৃষ্ণা কতটা মেটে, সেদিকেই তাকিয়ে সকলে।

weather rain monsoon summer
Advertisment