Advertisment

ঘূর্ণিঝড় ‘তিতলি’র জেরে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আপাতত ঝড়ের কবলে পড়ছে না এ শহর। তবে তিতলির প্রভাবে আগামী কয়েকদিন কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি

পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।প্রতীকী ছবি।

শেষমেশ আশঙ্কা সত্যি করে ঘূর্ণিঝড়েই পরিণত হল বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। যার জেরে আত্মপ্রকাশ ঘটতে চলেছে ‘তিতলি’-র। তবে ঘূর্ণিঝড়ের হাত থেকে খানিকটা রেহাই পেল এ রাজ্য। আপাতত ঝড়ের কবলে পড়ছে না এ শহর। তবে তিতলির প্রভাবে আগামী কয়েকদিন কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস। ওড়িশা ও অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় তিতলি আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে এ রাজ্যে সরাসরি ঝড়ের তেমন প্রভাব পড়বে না। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Advertisment

আরও পড়ুন, Cyclone Titli LIVE updates: ওড়িশায় আছড়ে পড়ল ‘তিতলি’, ধেয়ে আসছে বাংলায়

বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবারও এ রাজ্যে বৃষ্টি চলতে পারে। ওইদিন দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন, দ্বিতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে যে, আজ, কাল ও পরশু সমুদ্রও উত্তাল থাকতে পারে। আজ থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। এই ক’দিন দিঘায় পর্যটকদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

আজ বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করতে পারে। ঘণ্টায় ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে হতে পারে ঘণ্টায় ৬৫ কিমি। অন্য দিকে, আগামিকাল সন্ধ্যেয় হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়তে পারে। ঘণ্টায় ৫৫ কিমি থেকে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৭৫ কিমি।

weather rain
Advertisment