পুজোয় কি বৃষ্টি হবে? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। গত কয়েকদিন ধরেই প্যাচপ্যাচে গরম আর চড়া রোদে হিমশিম অবস্থা শহরবাসীর। এখন বৃষ্টি হচ্ছে না বলে কি তাহলে পুজোয় বারিধারায় ভিজবে শহর? না, যদিও সে ব্যাপারে তেমন কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও আলিপুর আবহাওয়া দফতর দিচ্ছে না। পঞ্চমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। চলতি মাসের ১১ থেকে ১৪ তারিখ কলকাতাসহ উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে এদিন জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে পুজোর চারদিন কি বৃষ্টি হবে? এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন, "১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত কলকাতাসহ উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ তারিখ থেকে বৃষ্টি কমবে। পুজোর চারদিন বৃষ্টি হবে কিনা তা ১০ তারিখের পরই জানা যাবে।"
আরও পড়ুন, ফের বৃষ্টির কবলে কেরালা, জারি রেড অ্যালার্ট
এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, "৮ অক্টোবর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। ওইদিন নিম্নচাপ তৈরি হলে তবেই বোঝা যাবে, তার অভিমুখ কী হবে, কিংবা কতখানি বিস্তৃত হবে।"
দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শহরের অলিগলিতে জোরকদমে চলছে পুজো প্রস্তুতি। পুজোর আগে প্রস্তুতিপর্বে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই এদিন জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে আগামী পাঁচদিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। মূলত আকাশ পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে।
অন্যদিকে, আজ এ বছরের মতো এ রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নিল বর্ষা। এ বছর রাজ্যে বর্ষায় বৃষ্টির হার স্বাভাবিকের থেকে কিছুটা কম বলে জানা গিয়েছে। স্বাভাবিক সময়ের তিন দিন আগেই বিদায় নিল বর্ষা। এ রাজ্যে বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় ৮ অক্টোবর।