সদ্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন ইমরান খান। নতুন প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তান। নয়া প্রধানমন্ত্রীর থেকে অনেক কিছুই আশা করে রয়েছেন পাক নাগরিকরা। নতুন প্রধানমন্ত্রী ইমরান খান কেমন করে দেশ চালান তা দেখার জন্যও মুখিয়ে রয়েছে ভারতের এই পড়শি দেশ। নতুন প্রধানমন্ত্রীর আমলে ফয়সালা হতে পারে কুলভাষণ যাদব ইস্যু। কড়া হাতেই কুলভূষণের শাস্তির পক্ষে সেদেশের নতুন প্রধানমন্ত্রী সওয়াল করবে বলেই মত পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার এ নিয়ে কড়া সিদ্ধান্ত নেবে বলেই আশাবাদী সেদেশের বিদেশমন্ত্রীর।
চরবৃত্তির সন্দেহে পাকিস্তানে ধৃত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের ফাঁসি দেওয়া নিয়ে গতবছর থেকে বিস্তর টানাপোড়েন দু’দেশের মধ্যে। নতুন সরকারের আমলে কুলভূষণ যাদবের শাস্তি কঠোর হবে বলেই মনে করছেন সে দেশের নাগরিকরা। মুলতান সিটিতে সাংবাদিকদের কুরেশি বলেন,‘‘কুলভূষণের বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। আন্তর্জাতিক ন্যায় আদালতে এ মামলা আমরা জিতবই।’’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন,‘‘আদালতে আমাদের অবস্থান ভাল ভাবেই তুলে ধরার চেষ্টা করব।’’ প্রসঙ্গত, কুলভাষণ যাদবের মামলা আগামী বছরের ফেব্রুয়ারিতে ফের শুনানি হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত।
আরও পড়ুন, গো হত্যা নিয়ে গুজব! দিল্লিতে কড়া নিরাপত্তা
পাক বিদেশমন্ত্রী এও বলেছেন যে, ভারতকে তৈরি থাকতে হবে কারণ আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে তাঁরা যে এ নিয়ে আরও অগ্রণী হবেন, সেকথাও সাফ জানিয়েছেন কুরেশি।
২০১৬ সালের ৩ মার্চ ইরান থেকে পাকিস্তান সীমান্ত পেরোনোর সময় কুলভূষণ যাদব ধরা পড়েন বলে জানিয়েছিলেন পাক আধিকারিকরা। চরবৃত্তির অভিযোগে ২০১৭ সালের এপ্রিলে পাক সামরিক আদালতে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। এরপরেই কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত। কূলভূষণ চর নন বলে দাবি করেছে ভারত।