নিঃশর্তে ক্ষমা চাওয়া ও তাঁর উপর থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইন্ডিগো বিমান সংস্থাকে আইনি নোটিস পাঠালেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। এছাড়াও, ওই দিনের ঘটনা পরবর্তী সময়ে ইন্ডিগো বিমানের পদক্ষেপে 'মানসিক যন্ত্রণা' পেয়েছেন কুণাল। এই দাবি করে ইন্ডিগো থেকে ২৫ লক্ষ টাকাও দাবি করেছেন তিনি।
আইনি নোটিসে কামরার আইনজীবী জানিয়েছেন, 'ইন্ডিগোর পদক্ষেপের জেরে আমার মক্কেল মানসিক যন্ত্রণার শিকরা। তাঁকে ভারত ও বিদেশে শো বাতিল করতে হয়েছে। যার ক্ষতিপূরণবাবদ ২৫ লক্ষ টাকা দাবি করা হচ্ছে।'
আরও পড়ুন: কুণাল কামরার বিমানযাত্রায় নিষেধাজ্ঞা, ভারতে নিয়মটা ঠিক কী?
গত মঙ্গলবার, মুম্বাই থেকে লখনউগামী বিমানে টিভির জনপ্রিয় নিউজ অ্যাঙ্কর অর্ণব গোস্বামীকে হেনস্থা করার অপরাধে ছ’মাসের জন্য কৌতুকাভিনেতা কুণাল কামরার বিমানে ওঠার অধিকার কাড়ে ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। এমনকী রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ার ইন্ডিয়া জানায় যে, তারা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কুণালের বিমান যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। পাশাপাশি গো এয়ার, স্পাইস জেট-ও একই পদক্ষেপ করে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এর তরফে সব বিমান সংস্থাগুলোর কাছে কামরাকে নিষিদ্ধ ঘোষণার ডাক দেওয়া হয়। সেই অনুরোধ রেখেই বাকি ওই তিন বিমান সংস্থা কামরাকে বিমানে 'না' তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছিল। এরপরই মঙ্গলবার সোশাল সাইট জুড়ে চলা এই বিতর্কে বিমান সংস্থাগুলোর "দ্বিচারিতা"র অভিযোগ তোলেন নেটিজেনরা।
ঘটনার দুদিন বাদে, বহস্পতিবার ওই বিমানের পাইলট এক বিবৃতিতে জানিয়েছেন, কুণালের আচরণ উচ্ছৃঙ্খল ছিল না। ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে লেখা এক চিঠিতে ক্যাপ্টেন বিমান সংস্থার কাছে প্রশ্ন তোলেন যে, কেন কমেডিয়ানের যাত্রা নিষিদ্ধ করার আগে তাঁর সঙ্গে আলোচনা করা হল না। ওই ক্যাপ্টেন আরও বলেছেন, কেবলমাত্র সোশাল মিডিয়া পোস্টের উপর নির্ভর করে এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি অত্যন্ত দুঃখিত। কুণাল কামরার অপরাধের প্রকৃতি ব্যাখ্যা করে পাইলট বলেছেন, 'ওই স্ট্যান্ডআপ কমেডিয়ানের ব্যবহার অপ্রীতিকর হলেও লেভেল ওয়ান পর্যায়ভুক্ত উচ্ছৃঙ্খল যাত্রী হিসেবে চিহ্নিত করার মত নয়। একই ধরনের বা এর চেয়েও খারাপ ঘটনাকে উচ্ছৃঙ্খল বলে দেখা হয়নি।'
Read the full story in English