/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/Lakshadweep.jpg)
গোটা লকডাউন এবং আনলক পর্বে সংক্রমণ ঠেকিয়ে নজির গড়েছিল ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু নতুন বছরে বাঁধ ভেঙে ঢুকে পড়ল করোনাভাইরাস। অতিমারী দেশে তাণ্ডবলীলা চালানোর এতদিন পর প্রথম করোনা পজিটিভ পাওয়া গেল লাক্ষাদ্বীপে। সোমবার দ্বীপপুঞ্জের তরফে জানানো হয়েছে এই তথ্য।
জানা গিয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের সদস্য ওই ব্যক্তি গত ৩ জানুয়ারি কোচি থেকে জাহাজে চেপে রাজধানী কাভারাত্তিতে পৌঁছন। সোমবারই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি ওই দ্বীপপুঞ্জের বাসিন্দা নন বলে জানা গিয়েছে। সপ্তাহখানেক আগেই কোচি থেকে আসা ব্যক্তিদের জন্য কোভিড বিধি অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করে লাক্ষাদ্বীপ প্রশাসন।
আরও পড়ুন টিকা নেওয়ার পর দেশে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া, মৃত্যু ২ জনের
এতদিন পর্যন্ত দ্বীপপুঞ্জে করোনা আক্রান্তের কোনও হদিশ মেলেনি। তবে এখন সংক্রমণের হদিশ মেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। যাঁরা যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে জাহাজ পরিবহণ-সহ সবরকম আন্তঃদ্বীপ যাতায়াত বন্ধ করে দিয়েছে লাক্ষাদ্বীপ প্রশাসন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন