করোনাভাইরাস রুখতে আজ, ১ জুন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে পঞ্চম দফার লকডাউন। তবে এবার শুধুমাত্র কনটেনমেন্ট জোনে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন একাধিক ক্ষেত্রে শিথিল করা হয়েছে। ৩টি পর্যায়ে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। অন্য়দিকে, দেশের মতো পশ্চিমবঙ্গেও কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন শিথিল করা হয়েছে। বাংলায় ১৫ জুন পর্যন্ত চলবে লকডাউন।
পঞ্চম দফার লকডাউনে কেন্দ্রীয় নির্দেশিকায় কী ছাড় দেওয়া হল? একনজরে জেনে নিন...
*৮ জুন থেকে খুলবে শপিং মল।
*৮ জুন থেকে খুলবে হোটেল।
*৮ জুন থেকে খুলবে রেস্তোরাঁ।
*৮ জুন থেকে খুলবে ধর্মীয় স্থান।
* আন্তঃরাজ্য যাতায়াতে ছাড়।
*যাত্রীবাহী ট্রেন, শ্রমিক স্পেশাল ট্রেন, ঘরোয়া বিমান পরিষেবায় ছাড়।
*দেশের বাইরে আটকে পড়া ভারতীয়দের ফেরানো যাবে।
*কোনও পণ্যবাহী যানকে আটকাতে পারবে না রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।
*বিদেশি নাগরিকদের সংশ্লিষ্ট দেশে ফেরানোর প্রক্রিয়া চলবে।
আরও পড়ুন: স্বস্তি! খুলছে শপিং মল-রেস্তোরাঁ-হোটেল, লকডাউন কেবল কনটেনমেন্ট জোনে
কেন্দ্রীয় নির্দেশিকায় এই মুহূর্তে কী কী ছাড় দেওয়া হল না? একনজরে জেনে নিন...
* স্কুল-কলেজ, কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার খুলবে না এখন
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, জুন মাসে স্কুল-কলেজ খুলবে না। কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, সে ব্য়াপারে রাজ্য় সরকারের সঙ্গে আলোচনা করে জুলাই মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। এটাকে দ্বিতীয় পর্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও যেসব ক্ষেত্রে এখন অনুমতি দেওয়া হচ্ছে না...
* আন্তর্জাতিক উড়ান পরিষেবা
*মেট্রো রেল
*সিনেমা হল
*জিম
*সুইমিং পুল
*বিনোদন পার্ক
*থিয়েটার
*বার
*অডিটোরিয়াম
*অ্যাসেম্বলি
*ধর্মীয় সভা
*রাজনৈতিক সভা
* খেলাধূলা
*সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, উপরোক্ত যেসব ক্ষেত্রে এখনও ছাড় দেওয়া হয়নি, তা চালু করার ব্য়াপারে অগাস্ট মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন