লকডাউনে করোনাকে রোখা যাবে না: রাহুল

''দেশ-বিদেশের বহু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। লকডাউন কোনও সমাধান নয়। লকডাউন খানিকটা পজ বাটনের মতো''।

''দেশ-বিদেশের বহু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। লকডাউন কোনও সমাধান নয়। লকডাউন খানিকটা পজ বাটনের মতো''।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

করোনা মোকাবিলায় লকডাউন কোনও সমাধান নয়। এমনটাই মন্তব্য় করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। করোনা পরিস্থিতিতে কেন্দ্রকে বার্তা দিয়ে বৃহস্পতিবার রাহুল বলেন, ''দেশ-বিদেশের বহু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। লকডাউন কোনও সমাধান নয়। লকডাউন খানিকটা পজ বাটনের মতো। লকডাউনে ভাইরাসকে থামানো যাবে কিন্তু লকডাউন উঠলে আবারও ভাইরাস ছড়াবে''। উল্লেখ্য়, করোনা মোকাবিলায় দেশজুড়ে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন চলছে।

Advertisment

এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ আরও বলেছেন, ''যখন জনতাকে লক করে রাখা হচ্ছে, তখন ভাইরাসও লক থাকছে। যখন লকডাউন খুলবেন, তখন ভাইরাসও ছড়াবে''। করোনা রুখতে এদিন ফের দ্রুত নমুনা পরীক্ষার উপর জোর দিয়েছেন রাহুল।

আরও পড়ুন: Corona Lockdown Situation Live Updates: ১২ হাজার পেরোল কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত্যু বেড়ে ৪১৪

Advertisment

করোনা পরিস্থিতিতে কেন্দ্রের উদ্দেশে রাহুল এদিন বলেন, ''ভারতে করোনার দ্রুত পরীক্ষা করা হোক। সরকারের উচিত খাবার বিতরণ করা। ন্য়ূনতম আর্থিক পরিকল্পনা করা হোক। ছোটো ও মাঝারি শিল্পের বিশেষ প্য়াকেজ তৈরি রাখা দরকার''। রাহুল বলেছেন, ''লকডাউনের পর সরকারের এগজিট স্ট্র্য়াটেজি কী হবে? মেডিক্য়াল স্ট্র্য়াটেজিই বা কী হবে?''

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে রাগা বলেন, ''রাজ্য়গুলির ক্ষমতায়ন করা উচিত প্রধানমন্ত্রীর''। পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি প্রসঙ্গে রাহুল বলেন, ''এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ করা দরকার। তা না হলে অস্থির পরিবেশ তৈরি হতে পারে''।

মোদীর সঙ্গে তাঁর মতবিরোধ প্রসঙ্গে সোনিয়া-পুত্র বলেছেন, ''প্রধানমন্ত্রীর সঙ্গে একমত না হতে পারি। কিন্তু এটা লড়াই করার সময় নয়। এটা ভাইরাসের সঙ্গে জোটবদ্ধ ভাবে লড়াই করার সময়। ভাইরাসকে যদি কার্যকরীভাবে রোখা যায়, তাহলে ভারত অন্য় উচ্চতায় পৌঁছোবে''।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi coronavirus