Advertisment

‘প্রেসিডেন্ট দেশ ছাড়তেই বুঝেছিলাম সব আশা শেষ’, বললেন আফগান সাংসদ আনারকলি

রবিবার বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের এই সাংসদ৷

author-image
IE Bangla Web Desk
New Update
Lost all hope after President Ghani fled, says Afghan MP Anarkali Kaur Honaryar

দিল্লিতে আফগানিস্তানের সাংসদ আনারকলি কৌর হোনারইয়ার৷

তালিবানিদের দখলে আফগানিস্তান৷ প্রাণ ভয়ে বিদেশিদের পাশাপাশি দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানরাও৷ রবিবার ভারতীয় বায়ুসনার বিমানে দেশ ছেড়েছেন আফগান সাংসদ আনারকলি কৌর হোনারইয়ার৷ আনারকলি হলেন আফগানিস্তানের প্রথম অ-মুসলিম মহিলা সাংসদ৷ প্রায় এক দশক ধরে সাংসদ পদে রয়েছেন এই মহিলা৷ একরাশ অভিমান, ক্ষোভ নিয়ে দেশ ছাড়তে একপ্রকার বাধ্য হয়েছেন তিনি৷ আফগান সাংসদ বলেন, ‘‘ওখানকার পরিস্থিতি বদলের পরেও প্রথম দেশ ছাড়ব ভাবিনি৷ তবে প্রেসিডেন্ট ঘনি দেশ ছেড়ে পালাতেই বুঝে যাই যে সব আশা শেষ হয়ে গেছে৷’’

Advertisment

আমেরিকান সেনা আফগানিস্তান ছাড়ার কয়েক সপ্তাহের মধ্যেই গোটা দেশ কব্জায় নিয়েছে তালিবান৷ আবারও ২০ বছর আগেকার তালিবানি শাসন ফিরেছে আফগান মুলুকে৷ এখনকার তালিবান আরও বেশি শক্তিশালী, আরও বেশি হিংস্র, এমনই দাবি আফগান সাংসদ আনারকলি কৌরের৷ ভারতে আশ্রয় নেওয়া এই মহিলা রাজনীতিবিদ বলেন, ‘‘আমি ও আমার পরিবার ২০ বছর আগেকার তালিবান শাসনও দেখেছি৷ কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন৷ এখন ওরা আরও বেশি শক্তিশালী৷ ওরা আমাদের আর থাকতে দিতে চায় না৷’’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আফগান সাংসদ আনারকলি কৌর হোনারইয়ার বলেন, ‘‘আমার দাদু ও বাবা তাঁদের গোটা জীবন আফগানিস্তানে কাটিয়েছেন৷ আমার বাবা একজন ইঞ্জিনিয়ার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন৷ তিনি নির্বাচন কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন৷ আমি ও আমার অন্য ভাইবোনরা ওখানে সরকারের হয়ে কাজ করতাম৷’’ দেশের অন্য অংশগুলি দখলের পরে তালিবানরা যখন কাবুলে ঢুকে পড়ল তখনও দেশ ছাড়ার কথা ভাবেননি এই আফগান তরুণী৷ তিনি বলেন, ‘‘এসব যখন শুরু হল, তখনও দেশ ছাড়ার কোনও পরিকল্পনা ছিল না৷ কিন্তু খুব তাড়াতাড়ি সব বদলে গেল৷ আমার মা আমাকে নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন৷ মা ভেবেছিলেন তালিবানরা আমাকে ছাড়বে না৷ আমরা সব কিছু হারিয়ে ফেলেছি৷’’

আরও পড়ুন- উদ্ধবকে চড় মারার হুমকি, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে ৩টি FIR দায়ের

কাবুলে থাকাকালীনও আনারকলি ও তাঁর পরিবার ভেবেছিলেন আন্তর্জাতিক স্তর থেকে সাহায্য মিলবে৷ তাঁরা আফগানিস্তানেই থাকতে পারবেন৷ তবে ১৫ অগাস্ট প্রেসিডেন্ট ঘনি দেশ ছাড়তেই তাঁরা মুষড়ে পড়েন তাঁরা৷ তখনই সাংসদ ও তাঁর পরিবার বুঝে যায় যে সব আশা শেষ৷ তারই কয়েকদিন আগে সংসদে প্রসিডেন্ট ঘনিকে দেখেছিলেন আনারকলি৷ তালিবানের বিরুদ্ধে ঘনি ঐক্যবদ্ধভাবে সাংসদদের নিয়ে প্রতিবাদ গড়ে তুলবেন বলে ভেবেছিলেন এই সাংসদ৷

তিনি বলেন, ‘‘সংসদে থাকাকালীন একদিন আগেও প্রেসিডেন্টকে দেখেছিলাম৷ আমি ভেবেছিলাম আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু করব৷ প্রত্যেক সাংসদের কাছে তালিবানি হামলা নিয়ে ফোনে সবাই অভিযোগ জানাচ্ছিলেন৷ সংসদ থেকে বেরিয়ে গাড়িতে ফেরার সময়েও লোকজনকে রাস্তা দিয়ে উদভ্রান্ত হয়ে ছুটতে দেখেছিলাম৷’’ দেশ ছেড়ে আপাতত ভারতে আশ্রয় নিলেও আবারও আফগানিস্তানেই ফিরতে চান আনারকলি কৌর হোনারইয়ার৷ আফগানিস্তানে শেষ হোক তালিবানি-রাজ৷ ফিরুক শান্তি৷ এখন এই একটাই প্রার্থনা আফগানিস্তানের এই সাংসদের৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan Taliban New Delhi
Advertisment