Advertisment

লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশে এবার কঠোর আইন

ইতিমধ্যেই আইন আনার প্রস্তাবটি স্বরাষ্ট্র দফতরের তরফে আইন দফতরের কাছে পাঠানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
যোগী আদিত্য়নাথ, Yogi Adityanath

যোগী আদিত্যনাথ

লাভ জিহাদ আটকাতে আইন আনছে উত্তরপ্রদেশ সরকার। ইতিমধ্যেই আইন আনার প্রস্তাবটি স্বরাষ্ট্র দফতরের তরফে আইন দফতরের কাছে পাঠানো হয়েছে।

Advertisment

উত্তরপ্রদেশের মন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, 'রাজ্যে লাভ জিহাদের মতো ঘটনা ক্রমশ বাড়ছে। সামাজিক স্থিতি নষ্ট হচ্ছে। রাজ্যের দুর্নাম হচ্ছে। তাই এই ধরণের ঘটনার বিরুদ্ধে কড়া আইন আনা হচ্ছে। স্বরাষ্ট্র দফতরের থেকে প্রস্তাব এসেছে। সব দিক খতিয়ে দেখেই আইন তৈরি হবে।'

এলাহাবাদ হাইকোর্ট পুরনো একটি মামলার প্রেক্ষিতে জানায় শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনও মতেই গ্রহণযোগ্য নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই রায়কে স্বাগত জানিয়েছিলেন।। জানিয়ে ছিলেন, সেই রাজ্যে যাঁরা এি ধরণের কাজ করবেন তাঁদের ছবি পোস্টার করে রাস্তায় ঠাঙিয়ে রাখা হবে। বলেছিলেন যে, 'যাঁরা নিজেদের পরিচয় লুকিয়ে মা-বোনেদের সম্মান নিয়ে খেলা করছেন তাঁদের রাম নাম সত্য হবে।'

আরও পড়ুন- সাম্প্রদায়িক স্থিতি নষ্ট-সমাজ বিভাজনের লক্ষ্যেই লাভ জিহাদ শব্দের আমদানি বিজেপির: অশোক গেহলট

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর পরই এবার লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনতে চলেছে যোগী সরকার। পাশাপাশি মধ্যপ্রদেশ-কর্নাটক সরকারও লাভ জিহাদের বিরুদ্ধে আইন প্রণয়নের কথা বলেছেন।

তবে, রাজস্থানের কংগ্রেসী মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অভিযোগ, 'দেশে সাম্প্রদায়িক সদ্ভাব নষ্ট করতে এবং দেশের মধ্যে বিভাজন আনতে ‘লাভ জিহাদ’ শব্দের আমদানি করেছে বিজেপি। বিবাহ ব্যক্তি স্বাধীনতার বিষয়। এই বিষয়ে আইন নিয়ে আসা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এই আইন কোনও আদালতেই গ্রাহ্য হবার কথা নয়। ভালোবাসায় জিহাদের কোনো স্থান নেই।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh yogi adityanath
Advertisment