Advertisment

জাত চিনিয়ে মেডিক্যাল টেস্ট! আজবকাণ্ড মধ্যপ্রদেশে

কোন জাত? তা বুকে লিখতে হবে, তবেই করা হবে মেডিক্যাল টেস্ট। ধার জেলা হাসপাতালের এমন কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে দেশে।

author-image
IE Bangla Web Desk
New Update
madhya pradesh police

মধ্যপ্রদেশে পুলিশ নিয়োগের পরীক্ষায় মেডিক্যাল টেস্টে জাতপাত নিয়ে বিভাজনের অভিযোগ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

চাকরিতে নিয়োগের পরীক্ষায় জাতপাত নিয়ে বিভাজনের অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। পুলিশের চাকরিতে নিয়োগের পরীক্ষায় এ ঘটনা ঘটেছে। পুলিশ নিয়োগের পদ্ধতিতে নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষা করাতে হয়। মধ্যপ্রদেশের ধার জেলায় শারীরিক পরীক্ষা করাতে গিয়েছিলেন প্রায় ২০০ জনের মতো নবনিযুক্ত কনস্টেবল। সেখানে গিয়েই আজব অভিজ্ঞতার মুখোমুখি হতে হল ওই কনস্টেবলদের। কোন জাত? তা বুকে লিখতে হবে, তবেই করা হবে মেডিক্যাল টেস্ট। ধার জেলা হাসপাতালের এমন কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে দেশে।

Advertisment

আরও পড়ুন, গুগলের মতই বিশ্বকোষ ছিলেন নারদও, দাবি গুজরাতের মুখ্যমন্ত্রীর

অবশ্য এ নিয়ে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। কিন্তু কনস্টেবলদের বুকে জাতের নাম লেখা ছবি দেখে তাজ্জব হয়ে গেছে গোটা দেশ। এমনকি, এ ছবি ভাইরালও হয়ে পড়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও অশুভ অভিসন্ধি থেকে এরকম কিছু করা হয়নি। এ ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

national news police
Advertisment