Advertisment

Maha Kumbh 2025 Mauni Amavasya Snan: মৌনী অমাবস্যায় পবিত্র স্নানে অংশ নেবেন ১০ কোটি ভক্ত, তুঙ্গে প্রস্তুতি, সতর্ক যোগী সরকার

Maha Kumbh 2025 Mauni Amavasya Snan: আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য ১০ কোটি ভক্তের সমাগম হবে বলেই মিলেছে আভাস। এরপরই প্রয়াগরাজে প্রস্তুতি জোরদার করা হয়েছে ।

author-image
IE Bangla Web Desk
New Update
Maha Kumbh 2025 Mauni Amavasya Snan

আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য ১০ কোটি ভক্তের সমাগম হবে বলেই মিলেছে আভাস। Photograph: (ফাইল ছবি)

Maha Kumbh 2025 Mauni Amavasya Snan: মৌনী অমাবস্যায় পবিত্র স্নান করবেন ১০ কোটি পূণ্যার্থী। সেকথা মাথায় রেখে  প্রস্তুতি জোরদার করেছে মেলা প্রশাসন। 

Advertisment

আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য ১০ কোটি ভক্তের সমাগম হবে বলেই মিলেছে আভাস। এরপরই প্রয়াগরাজে  প্রস্তুতি জোরদার করা হয়েছে ।

প্রয়াগরাজে ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া  মহাকুম্ভে মকর সংক্রান্তিতে প্রথম অমৃত স্নান ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই দিনে ৩.৫ কোটি মানুষ পবিত্র স্নান করেছিলেন, যার পর প্রশাসন এখন মৌনী অমাবস্যায় স্নানের প্রস্তুতিতে ব্যস্ত। উত্তরপ্রদেশ সরকার ২৯ জানুয়ারি মহাকুম্ভে মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য ১০ কোটি ভক্তের আগমনের আভাস দিয়েছে। এরপর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মহাকুম্ভে মৌনী অমাবস্যায় স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে।  সঙ্গম শহরে রেকর্ড সংখ্যক দশ কোটি ভক্তের আগমনের আশা করা হচ্ছে। এত বিপুল সংখ্যক ভক্তের সমাগমকে সামনে রেখে মেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

Advertisment

যদিও মকর সংক্রান্তি থেকে শুরু করে সকল দিনই পবিত্র গঙ্গায় স্নান করা শুভ বলে বিবেচিত হয়, তবুও কিছু নির্দিষ্ট শুভ স্নানের আলাদা মাহাত্ম্য রয়েছে , যা 'অমৃত স্নান' নামে পরিচিত। কুম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি হল অমৃত স্নান। প্রথম অমৃত স্নান মকর সংক্রান্তিতে সম্পন্ন হয়েছে।  এরপর এখন মৌনী অমাবস্যা ২৯ জানুয়ারি। যেটি হবে হবে মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান। এছাড়াও, ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে স্নান গুরুত্বপূর্ণ।

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে, সমস্ত অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং সেক্টর ম্যাজিস্ট্রেটদের আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তদের স্নানের জন্য ১২ কিলোমিটার দীর্ঘ একটি ঘাট প্রস্তুত করা হয়েছে। ঘাটগুলিতে ভিড় ঠেকাতে বিশেষ দল মোতায়েন করা হবে।

Mahakumbh 2025
Advertisment