Maha Kumbh Mela 2025: ৪০ কোটির বেশি পূণার্থীর সমাগম, ২ লক্ষ কোটির ব্যবসা! মহাকুম্ভ বদলে দিতে চলেছে ভারতীয় অর্থনীতির মানদন্ড। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে বিশ্বের এই বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন কমপক্ষে ৪০ কোটি পূণার্থী। এর পাশাপাশি দেশ-বিদেশ থেকেও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ভিড় জমাচ্ছেন অজস্র ভক্তবৃন্দ। পর্যটন খাতে জোয়ার আনতে চলেছে এই মহাকুম্ভ মেলা। ২ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে এই মহাকুম্ভ উপলক্ষ্যে। এমনই রিপোর্ট সামনে এসেছে।
মহাকুম্ভ উপলক্ষ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে। সোমবার ভোর ৩টে থেকেই শুরু হয় মহাস্নান। লক্ষ লক্ষ তীর্থযাত্রী একদিন আগেই প্রয়াগরাজে পৌঁছেছেন। পরিস্থিতি এমন যে সবকটি টেন্ট একদিন আগে থেকে বুকিং হয়ে গিয়েছে। বেশিরভাগ ক্যাম্প অনলাইনেই বুক করেছেন পূণ্যার্থীরা। ক্যাম্পগুলি ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং রয়েছে। ১৪৪ বছর পর, মহাকুম্ভে একটি বিশেষ কাকতালীয় ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে, দেশ-বিদেশের ভক্তরা সঙ্গম শহরে জমায়েত হতে শুরু করেছেন। মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হতে যাওয়া অমৃত শাহী স্নানের জন্য বিপুল সংখ্যক মানুষ জড়ো হচ্ছেন। মহাকুম্ভের সময় মানুষের থাকার জন্য অনেক ধরণের ব্যবস্থা করা হয়েছে।
এ বারের কুম্ভমেলায় বিশেষ আকর্ষণ বিলাসবহুল থাকার ব্যবস্থা। যাঁরা বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত পূণ্য অর্জনের জন্য জমায়েতে তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ডোম সিটি। যেখানে বেসরকারি টেন্টের ভাড়া ১ লক্ষ টাকারও বেশি। এই টেন্টগুলিতে রয়েছে একেবারে আধুনিক সকল সযোগ সুবিধা। রুম হিটার থেকে শুরু করে গিজার, ওয়াই-ফাই, অত্যাধুনিক বিছানা কী নেই! রয়েছে সুইস কটেজও। সঙ্গম স্নানের জন্য গাইডের সাথে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের খাওয়ার প্রসাদ সবকিছুই মিলবে টেন্টে। ভক্তদের যাতায়াতের জন্য থাকছে বিশেষ মোটর নৌকা এবং ট্যাক্সি । পর্যটন কর্মকর্তা অপরাজিতা সিং বলেন, সমস্ত ক্যাম্প এক সপ্তাহ আগে থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং রয়েছে। ক্যাম্পের চাহিদা আকাশছোঁয়া।
মাটি থেকে ১৮ ফুট উচ্চতায় একেবারে পাঁচ তারা হোটেলের মতো সুযোগ-সুবিধা মিলবে এই ক্যাম্পে । কাঁচের ভেতরে চারদিকে পর্দা দিয়ে ঢাকা থাকবে অত্যাধুনিক এই বিলাসবহুল টেন্ট। পর্দা সরালেও পর্যটকরা মহাকুম্ভের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এটি সম্পূর্ণ কাচের তৈরি। যার ভেতরে একেবারে অত্যাধুনিক সুযোগ সুবিধা সজ বাথরুম, কিং সাইজ বিছানা, টেলিভিশন, ওয়াই-ফাই মতো বিশেষ সুবিধা মিলবে।