Advertisment

Mahakumbh 2025: মহাকুম্ভের রঙে রঙিন হয়ে উঠল সঙ্গম শহর, পুণ্যস্নানের ২ দিনেই তিন কোটি ভক্ত

Mahakumbh 2025: এদিকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হওয়ার দু'দিনও হয়নি এবং ইতিমধ্যেই ভিড় জমে উঠেছে কুম্ভমেলায়। দেশ বিদেশ থেকে বিপূল সংখ্যায় ভক্ত পবিত্র স্নান করতে ত্রিবণী সঙ্গমে ভিড় জমাতে শুরু করেছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
mahakumbh 2025 paush Purnima and makar Sankranti amrit snan 3 crore people reached in mela

মহাকুম্ভের রঙে রঙিন হয়ে উঠল সঙ্গম শহর, পূন্য স্নানে দিনেই তিন কোটি ভক্ত করলেন Photograph: (ফাইল ছবি)

Mahakumbh 2025: " জীবনে নতুন শক্তি এবং নতুন উৎসাহ বয়ে আনুক।" মকর সংক্রান্তি  উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। 

Advertisment

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বার্তায় মোদী দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই উৎসবের সাংস্কৃতিক তাৎপর্যও তুলে ধরেছেন।  প্রধানমন্ত্রী মোদী টুইট বার্তায় লিখেছেন, "শুভ মকর সংক্রান্তি। এই উৎসব সকলের জীবনে সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি বয়ে আনুক।" তিনি অসমে পালিত মাঘ বিহু সম্পর্কেও আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে এই উৎসব সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "মকর সংক্রান্তি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অটল বিশ্বাসের উৎসব। শক্তি, উৎসাহ এবং অগ্রগতির এই পবিত্র উৎসবে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা।" 

এদিকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হওয়ার দু'দিনও হয়নি এবং ইতিমধ্যেই ভিড় জমে উঠেছে কুম্ভমেলায়। দেশ বিদেশ থেকে বিপূল সংখ্যায় ভক্ত পবিত্র স্নান করতে ত্রিবণী সঙ্গমে ভিড় জমাতে শুরু করেছেন। গতকাল  ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমার স্নানের মাধ্যমে মহাকুম্ভ (মহাকুম্ভ ২০২৫) মেলা শুরু হয়। আজ মকর সংক্রান্তিতে অমৃত স্নান চলছে। বিপুল সংখ্যক সাধু, ঋষি এবং সাধারণ ভক্ত স্নান করতে সঙ্গমে পৌঁছাচ্ছেন। মহাকুম্ভমেলা শুরু হওয়ার পর দু'দিনও পেরিয়ে যায়নি এবং ইতিমধ্যেই ৩ কোটিরও বেশি মানুষ সেখানে পৌঁছে গেছেন। মেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত ১.৬০ কোটি মানুষ অমৃত স্নান করেছেন। আজ সকাল থেকে আখড়ার সাধুসন্তদের অমৃত স্নান চলছে। যেখানে সোমবার, স্নানের প্রথম দিনে, ১ কোটি ৬৫ লক্ষ মানুষ এসেছিলেন।

যদি আমরা মহাকুম্ভমেলা শুরুর কথা বলি অর্থাৎ সোমবার, তাহলে পৌষ পূর্ণিমার দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ১.৬৫ কোটি ভক্ত গঙ্গা ও সঙ্গমে পবিত্র স্নান করেছেন। এই সময় হেলিকপ্টার থেকে ভক্তদের উপর পুষ্প বর্ষণ করা হয়। আজও, তীব্র ঠান্ডা এবং কুয়াশা সত্ত্বেও, প্রয়াগরাজে সকাল থেকেই মানুষের ভিড় সঙ্গমের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ব্রহ্ম মুহুর্ত থেকে আখড়াগুলির অমৃত স্নান চলছে। মহাননির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর চেতন গিরি জি মহারাজ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় এবং যখন ১২টি পূর্ণ কুম্ভ হয়, তখন এই মহা কুম্ভ ১৪৪ বছর পর আসে। মহাকুম্ভে স্নান করার সুযোগ পান কেবল ভাগ্যবান ব্যক্তিরাই"।  

Advertisment
Mahakumbh 2025
Advertisment