/indian-express-bangla/media/media_files/2025/01/29/K7xx4lm7Y9t829nvHOyP.jpg)
মহা কুম্ভে ভয়াবহ বিপর্যয়! পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। Photograph: (মহা কুম্ভে ভয়াবহ বিপর্যয়! পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। )
Mahakumbh Stampede: মহা কুম্ভে ভয়াবহ বিপর্যয়! পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, 'মহাকুম্ভে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা'। দুর্ঘটনার জেরে বেশ কিছুসময় পূণ্যস্নান প্রক্রিয়ায় বিরতি দেওয়া হয় প্রশাসনের তরফে। শেষ পাওয়া খবর অনুসারে আবার মহাকুম্ভে পূণ্যস্নান সুষ্ঠুভাবে শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন প্রশাসনের কাছে ভিড়ের আগাম খবর থাকলেও কেন রোখা গেলনা দুর্ঘটনা? এর মাঝেই সামনে এসেছে চাঞ্চল্যকর একটি ভিডিও।
"जो सोवत है सो खोवत है.."
— NDTV India (@ndtvindia) January 29, 2025
महाकुंभ में भगदड़ से पहले कमिश्नर विजय विश्वास पंत का वीडियो वायरल#Mahakumbh | #MahakumbhStampedepic.twitter.com/pBdwDi22aM
কমিশনার বিজয় বিশ্বাস পন্ত সম্ভবত অনিয়ন্ত্রিত ভিড় দেখে দুর্ঘটনা ঘটতে পারে এমন আঁচ করেছিলেন। সেই আন্দাজ করে তিনি ক্রমাগত ঘোষণা করতে থাকেন ভক্তদের উদ্দেশ্যে। ঘাটে ঘুমাতে বারে বারে বারণ করেন তিনি। পাশাপাশি তাঁকে ভক্তদের উদ্দেশ্যে এও বলতে শোনা যায়, যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেড়ে ফিরে আসুন' । যদিও তাতে পূণ্যার্থীরা কর্ণপাত করেন না যার কারণেই ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনার আরো একটি ভিডিও সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে স্নানের জন্য পূণ্যার্থীরা ব্যারিকেড থাকা সত্ত্বেও তা ডিঙ্গিয়ে ঘাটের কাছে আসার চেষ্টা করছেন। এই ভিডিওতে, অনিয়ন্ত্রিত ভিড়কে সামনের দিকে ছুটতে দেখা যাচ্ছে।
মহাকুম্ভে ভয়াবহ বিপর্যয়! ১৯৫৪ থেকে ২০২৫ একাধিক পদপিষ্টের ঘটনায় মৃত্যু কয়েক'শো পূণ্যার্থীর
দিল্লিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন যে আজকের নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার আগে, আমি এখানে উল্লেখ করতে চাই যে মহাকুম্ভে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমরা বেশ কয়েকজন ধার্মিক মানুষকে হারিয়েছি। অনেকে আহতও হয়েছেন। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
बैरिकेडिंग तोड़कर भागने लगे श्रद्धालु, महाकुंभ भगदड़ से पहले का VIDEO#MahakumbhStampede | #MahaKumbh2025pic.twitter.com/zz3lsbg2wJ
— NDTV India (@ndtvindia) January 29, 2025
প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে সাহায্যের সব রকম আশ্বাস দিয়েছি। তিনি বলেন, মৌনী অমাবস্যার কারণে আজ কোটি কোটি ভক্ত প্রয়াগরাজে পৌঁছেছেন। দুর্ঘটনায় কিছু সময়ের জন্য পূণ্যস্নান প্রক্রিয়া বন্ধ ছিল, এখন ফের সুষ্ঠুভাবে পূণ্যস্নান শুরু হয়েছে। আমি আবারও সেই পরিবারগুলির প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।