/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/maratha-quota.jpg)
মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬ শতাংশ সংরক্ষণে সম্মতি রাজ্য সরকার। ছবি: গণেশ শ্রীশাখের, ইন্ডিয়ান এক্সপ্রেস।
লোকসভা ভোটের আগে মারাঠাদের মুখে হাসি ফোটাল মহারাষ্ট্র সরকার। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সংরক্ষণের দাবিতে সিলমোহর পেলেন মারাঠারা। শেষমেশ মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬ শতাংশ সংরক্ষণে সম্মতি দিল রাজ্য সরকার। মারাঠাদের সংরক্ষণ নিয়ে সহারাষ্ট্র বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিল পাস হল। বিলের পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্টও (এটিআর) এদিন পেশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। উল্লেখ্য, এ নিয়ে সুপারিশ করেছিল মহারাষ্ট্র স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন।
মহারাষ্ট্রে মোট সংরক্ষণ ছিল ৫২ শতাংশ। এই বিল পাস হওয়ায় মোট সংরক্ষণ বেড়ে হল ৬৮ শতাংশ। এই সংরক্ষণে অনুমোদন দেওয়ার ফলে এবার সরকারি চাকরি ও অন্যান্য সুযোগসুবিধায় অগ্রাধিকার পাবেন মারাঠারা। শিক্ষা ও চাকরিক্ষেত্রে এবার থেকে সংরক্ষণের আওতায় পড়বেন মারাঠারা। উল্লেখ্য, মহারাষ্ট্রে মোট জনগোষ্ঠীর ৩০ শতাংশ মারাঠা।
Watch CM Shri. @Dev_Fadnavis's Live : Introducing #MarathaReservation Bill in the Maharashtra Legislative Council https://t.co/H7asEzu8a8
— महाराष्ट्र भाजपा (@BJP4Maharashtra) November 29, 2018
আরও পড়ুন, তৎকাল হোক বা আগাম বুকিং, এখন আরও সহজ
#Big#BreakingNews :
CM @Dev_Fadnavis tables #MarathaReservation bill and Maharashtra Legislative Assembly passes it unanimously without discussion amidst chants of छत्रपती शिवाजी महाराज की जय !#WinterSession— CMO Maharashtra (@CMOMaharashtra) November 29, 2018
CM @Dev_Fadnavis and Ministers paid tributes and took blessings of Chhatrapati Shivaji Maharaj before introducing #MarathaReservation bill in the Maharashtra Legislative Assembly. pic.twitter.com/mC8BqqCnkA
— CMO Maharashtra (@CMOMaharashtra) November 29, 2018
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন গুজরাতের পতিদাররাও। মারাঠাদের দাবি পূরণ হওয়ার ফলে এবার পতিদার আন্দোলনও যে বাড়তি অক্সিজেন পাবে তা বলাই বাহুল্য।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us