Advertisment

Cow as Rajya Mata: গরু এবার থেকে 'রাজ্যমাতা'! সাংস্কৃতিক গুরুত্ব উল্লেখ করে ঘোষণা রাজ্য সরকারের

Maharashtra Govt Announcement: মহারাষ্ট্র সরকারও দেশীয় জাতের গরুর ব্যাপক হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশে গরুর সাংস্কৃতিক গুরুত্ব উল্লেখ করে এই পদক্ষেপ সরকারের।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Maharashtra govt declares cow as 'Rajya Mata'

Cow as Rajya Mata: গরুকে রাজ্যমাতা ঘোষণা করেছে রাজ্য সরকার

Maharashtra Shinde Govt Announcement: সোমবার মহারাষ্ট্র সরকার একটি আদেশ জারি করে গরুকে 'রাজ্য মাতা' ঘোষণা করেছে। ভারতীয় ঐতিহ্যে গরুর সাংস্কৃতিক গুরুত্ব উল্লেখ করে সরকার এই পদক্ষেপ করেছে। 

Advertisment

সরকারি আদেশে, একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন সরকার বলেছে যে গরু ভারতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অনাদিকাল থেকেই আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং সামরিক তাৎপর্য রাখে।

ভারত জুড়ে পাওয়া গরুর বিভিন্ন জাতের হাইলাইট করে, মহারাষ্ট্র সরকারও দেশি গরুর সংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারি আদেশে, সরকার কৃষিতে গোবর ব্যবহারের উপরও জোর দিয়েছে যার মাধ্যমে মানুষ প্রধান খাদ্যে পুষ্টি পায়। 

গরু এবং এর পণ্য সম্পর্কিত আর্থ-সামাজিক কারণগুলির পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনা করে, সরকার গবাদি পশু পালনকারীদের দেশী গরু পালনে উৎসাহিত করে।

আরও পড়ুন বেপরোয়া গতির বলি কর্তব্যরত পুলিশকর্মী, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১০ মিটার পথ

উল্লেখযোগ্যভাবে, ভারতে, গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয় এবং হিন্দু ধর্মে পূজা করা হয়। এছাড়া এর দুধ, প্রস্রাব ও গোবর পবিত্র বলে বিবেচিত এবং প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। গরুর দুধ মানবদেহের জন্য খুবই উপকারি, অন্যদিকে গোমূত্র অনেক রোগ নিরাময় করে বলে দাবি করা হয়।

Cow Eknath Shinde Maharashtra Government
Advertisment