Advertisment

Delhi police constable killed in hit-and-run incident: বেপরোয়া গতির বলি কর্তব্যরত পুলিশকর্মী, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১০ মিটার পথ

Delhi police constable killed in hit-and-run incident: গাড়িকে থামতে বলায়, দ্রুত গতির গাড়ি ধাক্কা দেয় দিল্লি পুলিশের এক কনস্টেবলকে। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় প্রায় ১০ মিটার পথ। ঘটনায় জেরে মাথায় গুরুতর চোট লাগে ওই পুলিশ কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi police

মৃত কনস্টেবল সন্দীপ

Delhi police constable killed in hit-and-run incident: বেপরোয়া গতির গাড়িকে থামতে বলায়, দ্রুত গতির গাড়ি ধাক্কা দেয় দিল্লি পুলিশের এক কনস্টেবলকে। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় প্রায় ১০ মিটার পথ। ঘটনায় জেরে মাথায় গুরুতর চোট লাগে ওই পুলিশ কর্মীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনায় রাতের দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে মৃত কনস্টেবলের নাম সন্দীপ। শনিবার রাতে একটি মোটরসাইকেলে পশ্চিম দিল্লিতে টহল দিচ্ছিলেন। সেই সময় ঘটে নারকীয় ঘটনা।

Advertisment

'পাকিস্তানের ভাষায় কথা বলছে', কংগ্রেসকে তুলোধোনা মোদীর

দিল্লির নাংলোই এলাকায় বেপোরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম  সন্দীপ। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে নেমে আসামিদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে নাংলোই থানায় কর্মরত ওই কনস্টেবল নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে,গাড়িটিকে থামতে বলেন। না থেমে গাড়িটি তার গতি আরও বাড়িয়ে দেয়। কনস্টেবলকে আঘাত করে। টেনে নিয়ে যায় ১০ মিটার পথ। এতে মাথায় গুরুতর চোট লাগে তার। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো  সম্ভব হয়নি। তবে পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। গতকাল রাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে।  

নাসরাল্লাহর মৃত্যুতে 'আতঙ্কিত' ইরান! রাষ্ট্রসংঘে বিশেষ অনুরোধ, চরম হুমকি নেতানিয়াহু'র

দিল্লি আউটার ডিস্ট্রিক্টের ডিসিপি ঘটনার কথা জানিয়ে বলেছেন, গাড়িতে দু'জন ছিলেন। সন্দীপের সঙ্গে তাদের কোনো বিষয় নিয়ে বচসা হয়। এর পর তারা কনস্টেবলকে পিষে দেন। দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িতে কারা কারা ছিল, কে গাড়িটি চালাচ্ছিলেন ,কার গাড়ি সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দু'জনকে চিহ্নিত করা হয়েছে। তারা পলাতক। তাদের খোঁজে  শুরু হয়েছে তল্লাশি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ কনস্টেবলের স্ত্রী, মা এবং পাঁচ বছরের ছেলে। 

Delhi Police
Advertisment