Advertisment

Jalgaon train accident:আরও বাড়ল মৃত্যু, জলগাওঁয়ে ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

maharashtra train accident: মহারাষ্ট্রের জলগাঁওয়ে বুধবার বিকেলে আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন অনেকে। উল্টোদিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় পরপর মৃত্যু।

author-image
IE Bangla Web Desk
New Update
pushpak express, pushpak express train accident, pushpak express train fire, jalgoan news,জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনা

Jalgaon train accident: জলগাঁওয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেলের আধিকারিকরা।

maharashtra jalgaon train accident: মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। এখনও দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 

Advertisment

মহারাষ্ট্রের জলগাঁওয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আচমকা গতকাল পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়েছিল। তাতেই আতঙ্কে চলন্ত ট্রেন থেকে নিচে ঝাঁপ দেন বেশ কিছু যাত্রীরা। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসছিল কর্নাটক এক্সপ্রেস। সেই ট্রেনের ধাক্কায় পরপর যাত্রীদের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও অনেক যাত্রী। পুষ্পক এক্সপ্রেসটি লখনৌ থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। তখনই যাত্রীদের একাংশের দাবি ট্রেনের চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

বুধবার বিকেলে মুম্বই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জলগাঁয়ের পড়ধারে স্টেশনের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় গতকালই ১০ জনের মৃত্যু হয়েছিল বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর মেলে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- Saif Ali Khan Attack Latest News: সইফের উপর হামলার আগে মান্নাতে প্রবেশের চেষ্টা ! পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি বাংলাদেশির

Advertisment

 রেলের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও যারা সামান্য আহত হয়েছেন তাদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Maharashtra Train Accident Bangla News news in west bengal news of west bengal
Advertisment