/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/ncw-rekha-759.jpg)
ছবি: টুইটার।
মহারাষ্ট্রে লাভ জিহাদের ঘটনা বাড়ছে, রাজ্য়পাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। মঙ্গলবার রাজ্য়পালের সঙ্গে দেখা করে নারীদের নিয়ে বিভিন্ন ইস্য়ুতে আলোচনা করেন রেখা। এ প্রসঙ্গেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রাজ্য়পালকে মনে করান যে, ভিন্ন ধর্মের বিবাহের সঙ্গে লাভ জিহাদের পার্থক্য় রয়েছে।
২ দিনের সফরে মুম্বইয়ে গিয়েছেন রেখা শর্মা। সে রাজ্য়ে মহিলা কমিশনের চেয়ারপার্সনের নিয়োগ নিয়ে মহারাষ্ট্রের মুখ্য়সচিবের সঙ্গে আলোচনা করেছেন তিনি। যতদিন না মহারাষ্ট্রে নতুন কোনও চেয়ারপার্সন নিযুক্ত হচ্ছেন, ততদিন দিল্লির এক জাতীয় মহিলা কমিশনের সদস্য় মুম্বইয়ে গিয়ে অভিযোগগুলি খতিয়ে দেখবেন বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: বাঙালি কন্যের ভারত জয়, কলকাতার শিঞ্জিনি এবার মিস ইন্ডিয়া
राष्ट्रीय महिला आयोगाच्या अध्यक्षा @sharmarekha यांनी आज राज्यपाल @BSKoshyari यांची राजभवन येथे घेतली सदिच्छा भेट pic.twitter.com/zBi8CQbNNm
— MAHARASHTRA DGIPR (@MahaDGIPR) October 20, 2020
মহারাষ্ট্রে কোভিড হাসপাতালে নিরাপত্তা ব্য়বস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। তাঁর অভিযোগ, ‘‘ডাক্তার ও রোগীরা হাসপাতালে যৌন হেনস্থার শিকার হচ্ছেন। হাসপাতালে সিসিটিভি ক্য়ামেরা বসানো হোক’’। শর্মার দাবি, প্রোটেকশন অফ চিলড্রেন অ্য়াগেনস্ট সেক্সুয়াল অফেন্সেস অ্য়াক্টের আওতায় মোট ১৮৮টি মামলা সে রাজ্য়ে ঝুলে রয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন