মহারাষ্ট্র সরকার লোকায়ুক্ত বিল আনতে চলেছে। আসন্ন শীতকালীন বিধানসভা অধিবেশনেই লোকায়ুক্ত বিল আনবে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এপ্রসঙ্গে বলেন, - রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে সরকারের এই প্রয়াস।
রবিবার উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস বলেন, যে কেন্দ্রের লোকপাল আইনের আদলে, মহারাষ্ট্রে একটি লোকায়ুক্ত আইন আনা হবে। এই আইনের আওতায় আনা হবে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরও। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রাক্কালে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'এ বিষয়ে একটি বিল আনা হবে। সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বাধীন একটি প্যানেলের সুপারিশ সম্পূর্ণরূপে গ্রহণ করা হয়েছে'। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, 'আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সরকার চালাব। আমরা মহারাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করব, তাই আমরা রাজ্যে লোকায়ুক্ত আইন আনার সিদ্ধান্ত নিয়েছি'।
আরও পড়ুন: < ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেল ১৯টি তাজা প্রাণ >
আসন্ন বিধানসভা অধিবেশনেই লোকায়ুক্ত বিল আনবে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা লোকপালের আদলে মহারাষ্ট্রে লোকায়ুক্ত চালু করতে আন্না হাজারে কমিটির রিপোর্ট অনুমোদন করেছি। দেবেন্দ্র ফড়নাবিস আরও বলেছেন যে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভাকে লোকায়ুক্তের আওতায় আনা হবে। দুর্নীতি প্রতিরোধ আইনকে এই আইনের একটি অংশ করা হবে এবং লোকায়ুক্তের একটি দল থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতিসহ পাঁচ জন।
অন্যদিকে, এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন যে 'আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সরকার চালাব। আমরা মহারাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করব, তাই আমরা রাজ্যে লোকায়ুক্ত আইন আনার সিদ্ধান্ত নিয়েছি'। মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার রবিবার লোকায়ুক্ত সম্পর্কিত আন্না হাজারে কমিটির রিপোর্ট অনুমোদন করেছে। লোকায়ুক্তের দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং মুখ্যমন্ত্রী সহ পাঁচ জনের একটি দল থাকবে এবং মন্ত্রিসভাকেও এর আওতায় আনা হবে।