/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/breaking-1.jpg)
জম্মু-কাশ্মিরের 'বিশেষ মর্যাদা' রক্ষার তাগিদেই হাত মিলিয়েছে যুযুধান দুই দল।
বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল সেনার অস্ত্র ভাণ্ডার। মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার পুলগাঁও এলাকায় মঙ্গলবার সকালে কেন্দ্রীয় অস্ত্রাগারের সামনে বিস্ফোরণে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।বিস্ফোরণে জখম হয়েছেন ১০ জন। প্রতিরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ বিস্ফোরক ধ্বংস করার সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনা প্রসঙ্গে প্রাথমিক ভাবে জানানো হয়েছে যে, মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে খামারিয়ার অস্ত্র কারখানা থেকে কিছু মেয়াদ উত্তীর্ণ বিস্ফোরক পুলগাঁওয়ে আনা হয়েছিল। পরিকল্পনামাফিক ওই বিস্ফোরক ধ্বংস করা হয়। আর তখনই বিস্ফোরণ ঘটে। এদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে যে, কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করা হবে। অস্ত্র কারখানার কর্মীদের পাশাপাশি বিস্ফোরণে জখম হয়েছেন কয়েকজন গ্রামবাসীও। কেন বিস্ফোরক ধ্বংস করার জায়গায় গ্রামবাসীরা গেলেন? এ প্রশ্নের জবাবে এক আধিকারিক জানিয়েছেন যে, এ ঘটনার তদন্ত করা হবে।
আরও পড়ুন,অমৃতসরে ধর্মীয় সমাবেশে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩
An accidental explosion occurred in the area of CAD Pulgaon while destroying old ammunition - 23mm and 27mm. 4 including a staff and three workers have died. Blast occured around 7am- Maha Police.@IndianExpress
— Rashmi Rajput (@RashmiRajput123) November 20, 2018
ওয়ার্ধা জেলাশাসক জানিয়েছেন যে, বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। যেখানে বিস্ফোরকগুলো ধ্বংস করা হচ্ছিল, সেটি কেন্দ্রীয় অস্ত্রাগারের বাইরে।
উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে পুলগাঁওে কেন্দ্রীয় অস্ত্রাগারে বিধ্বংসী আগুন লেগেছিল। যে ঘটনায় ২ সেনা আধিকারকসহ মোট ১৭ জন নিহত হয়েছিলেন, জখম হয়েছিলেন আরও ১৯ জন।
Read the full story in English