জাতির জনক মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়ার আর্জির খারিজ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানাতে বলল দেশের সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: আরএসএস কর্মীদের নিয়মানুবর্তিতার প্রশংসা করেছিলেন গান্ধীজি: ভাগবত
যে ভাবাবেগ থেকে মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়ার আর্জি করা হয়েছে তার সঙ্গে সহমত দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে। কিন্তু, এটি প্রশাসনের নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয় বলে জানান তিনি। বিচারপতি বোবদে আবেদনকারীকে বলেন, 'আমরা আপনার সঙ্গে সহমত, আপনার আবেদনের পিছনে যে অনুভূতি কাজ করেছে তা ভাগ করে নিতে পারি। কিন্তু, এটা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়। তাই ভরতরত্ন দেওয়ার আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে করতে হবে।'
বার এবং বেঞ্চের রিপোর্ট অনুশারে, বিচারপতি বোবদে বলেছেন, জাতির জনক হিসাবে মহাত্মার 'আনুষ্ঠানিক স্বীকৃতির' কোনও প্রয়োজনীয়তা নেই।
Read the full story in English