শুক্রবার মুম্বইয়ের এক বিশেষ আদালত রায় দিয়েছে ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তদের সপ্তাহে একদিন আদালতে হাজিরা দেওয়া আবশ্যিক। অভিযুক্তদের মধ্যে অন্যতম ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর, লেফটান্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত।
বিস্ফোরণে নিহত সৈয়দ আজহারের বাবা নিসার আহমেদ সৈয়দ বিলাল আবেদন করেছিলেন মামলার শুনানিতে এনআইএকে সাহা করার জন্য মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী শাখা থেকে আধিকারিক নিয়োগ করা হোক। সেই আবেদন খারিজ করেছে আদালত।এর আগে আবেদনকারী আবেদন করেছিলেন ২০০৮ এর বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে লোকসভার প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা আনুক আদালত। কারণ আদালতে বিষয়টি এখনও তদন্তাধীন। এই প্রসঙ্গে আদালত জানায় নির্বাচনী প্রার্থী হওয়া না হওয়া নির্বাচনী কমিশনের সিদ্ধান্ত।
আরও পড়ুন, নাথুরাম গডসেকে দেশভক্ত বলার জন্য ক্ষমা চেয়েছেন প্রজ্ঞা, চাপের মুখে পড়ে জানাল বিজেপি
মুম্বইয়ের আদালত মালেগাঁও বিস্ফোরণে প্রজ্ঞাকে ক্লিনচিট না দেওয়া সত্ত্বেও এনআইএ জানিয়েছে যথার্থ প্রমাণ ছাড়া প্রজ্ঞা ঠাকুরকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা যাবে না।
প্রজ্ঞা ছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর দিভেদি, সুধাকর চতুর্বেদি এবং সমীর কুলকার্নি। এরা প্রত্যেকেই জামিনপ্রাপ্ত। গত বছর অক্টোবরে এই সাতজনের বিরুদ্ধে আদালত সন্ত্রাসবাদী কার্যকলাপ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং খুনের অভিযোগ আনে।
Read the full story in English