অশান্তির আগুনে জ্বলছে দেশের রাজধানী। দেশে শান্তি কামনায় পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেশে শান্তি কামনার জন্য পুজো দিলাম। সকল মানুষ যাতে শান্তিতে থাকেন, মা-মাটি মানুষ যাতে শান্তিতে থাকেন, সেই প্রার্থনা করলাম জগন্নাথ দেবের কাছে’’। উল্লেখ্য, মঙ্গলবার ভুবেনশ্বর যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দিল্লির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছিলেন মমতা।
জগন্নাথ দর্শন করে কী বললেন মমতা?
পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেশে শান্তি কামনার জন্য পুজো দিলাম। সকল মানুষ যাতে শান্তিতে থাকেন, মা-মাটি মানুষ যাতে শান্তিতে থাকেন, সেই প্রার্থনা করলাম জগন্নাথ দেবের কাছে। সব ভাই-বোনরা যেন ভাল থাকেন। আমার দেশ যেন ভাল থাকে। আজ আমার হৃদয় খুব কাঁদছিল। চারদিকে যা ঘটছে। তাই শান্তি কামনায় পুজো দিলাম। আমরা ভেদাভেদ চাই না, হিংসা চাই না। জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করলাম’’।
আরও পড়ুন: মোদী-শাহ কি ভারতীয় নাগরিক? আরটিআই আবেদনে মিলল না জবাব
উল্লেখ্য, অমিত শাহের সঙ্গে বৈঠক করতে ভুবনেশ্বর গিয়েছিলেন মমতা। আগামী ২৮ ফেব্রুয়ারি বৈঠক হওয়ার কথা। এই কর্মসূচির ফাঁকেই জগন্নাথ দর্শন করলেন মমতা।
এর আগে দিল্লিকাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘আমি মনে করি, শান্তি বজায় রাখা সকলের দরকার। আমাদের দেশ শান্তির দেশ, মানবতার দেশ। সকলকে নিয়ে একসঙ্গে চলার দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই। যা ঘটছে, তাতে খুবই উদ্বিগ্ন। জানি না কী হচ্ছে! সকলের কাছে শান্তি বজায় রাখার আর্জি রাখছি। পরিস্থিতির উপর নজর রাখছি’’।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন