নারী নির্যাতনের ঘটনায় ‘লজ্জা পাই’, হায়দরাবাদ-উন্নাও-মালদার ঘটনায় দুঃখপ্রকাশ করে এ ভাষাতেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারার ঘটনায় এনকাউন্টারে ৪ অভিযুক্তের মৃত্যুতে যখন হায়দরাবাদ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ দেশের বিভিন্ন প্রান্ত, সে সময়ই মেয়ো রোডে সংহতি দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বললেন, ‘‘এ ধরনের ঘটনা দুঃখজনক। এ ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। কড়া শাস্তি দিতে হবে অভিযুক্তদের’’। পাশাপাশি মালদায় তরুণীর পোড়া দেহ উদ্ধারের ঘটনায় এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঠিক কী ঘটেছিল খতিয়ে দেখতে হবে। ময়নাতদন্তের রিপোর্টের পরই বলতে পারব। তবে যা ঘটেছে লজ্জা পাই’’। অন্যদিকে, উন্নাওয়ের নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় মমতা প্রশ্ন তোলেন, ‘‘কেন সুরক্ষা দেওয়া হল না?’’
আরও পড়ুন: হায়দরাবাদ এনকাউন্টার: ‘একদম ঠিক, না হলে জেলে ওরা ফ্রায়েড রাইস-চিলি চিকেন খেত’
ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মেয়ো রোডে সংহতি দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হায়দরাবাদ, উন্নায়ের ঘটনা দুঃখ দেয়। উন্নাওয়ে নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। জ্বলন্ত অবস্থায় ১ কিমি রাস্তা দৌড়েছেন। কেউ এগিয়ে আসেননি। কেন সুরক্ষা দেওয়া হল না?’’ এ প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘‘আইন অনুযায়ী কড়া শাস্তি দিতে হবে অভিযুক্তদের। আইন হাতে তুলে নেওয়া উচিত নয়’’। পুলিশের উদ্দেশে এদিন মমতা বলেন, ‘‘এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে চার্জশিট পেশ করতে হবে। যে করবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। পুলিশ পুলিশের কাজ করবে, আদালত আদালতের কাজ করবে’’।
আরও পড়ুন: রাতে মন্ত্রীর ফোন বৈশাখীকে, ‘তুমি আছ বলেই লড়তে পারছ’
অন্যদিকে, হায়দরাবাদ, উন্নাওয়ের পর এ রাজ্যের মালদায় আমবাগান থেকে এক তরুণীর পোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্ষণ করে খুনের পর ওই তরুণীকে পুড়িয়ে মারা হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ পুলিশের। এ ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। এ প্রেক্ষিতে এদিন মমতা বলেন, ‘‘সবদিক খতিয়ে দেখা হচ্ছে। আদৌ কী ঘটেছিল, তা ময়নাতদন্তের রিপোর্টের পরই বলতে পারব। ততক্ষণ পর্যন্ত যা পদক্ষেপ করার করা হচ্ছে। এসব ঘটনায় লজ্জা পাই। সীমান্তবর্তী এলাকায় কখনও সখনও একেকটা এমন ঘটনা ঘটে, তবে অ্যাকশন নিতে হবে’’। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমাদের এখানে ৮৫টি ফাস্টট্র্যাক কোর্ট রয়েছে’’।