/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Bluetooth-Headphone.jpg)
ওই যুবক প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
ভয়ঙ্কর কাণ্ড রাজস্থানে। কথা বলতে বলতে কানে থাকা ব্লুটুথ হেডফোন ফেটে মৃত্যু হল এক যুবকের। ২৮ বছরের যুবক জয়পুর জেলার চোমু শহরের উদয়পুরি গ্রামে শুক্রবার এই ঘটনায় আতঙ্ক ছড়ায়।
পুলিশ জানিয়েছে, রাকেশ কুমার নাগর নামে ওই যুবক প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে থাকাকালীন কানে হেডফোন দিয়ে কথা বলছিলেন তিনি। সেইসময় হেডফোনের চার্জিং প্লাগ ইলেকট্রিক বোর্ডে লাগানো ছিল।
হঠাৎ করে ডিভাইসটি সশব্দে ফেটে যায় এবং নাগর অজ্ঞান হয়ে যান। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, দুটো কানই বিস্ফোরণে নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন Samsung Galaxy অ্যানপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী সপ্তাহে
পুলিশ জানিয়েছে, ডিভাইসটি ফেটে যাওয়ার পর জখম হয়ে অজ্ঞান হয়ে যান নাগর। তারপর হাসপাতালে নিয়ে আসতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান যুবক। গত ফেব্রুয়ারিতেই রাকেশের বিয়ে হয়েছিল, ভাইবোনদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন