/indian-express-bangla/media/media_files/2024/12/04/O5SBs9fc6yOTFqHsUIdY.jpg)
Sukhbir Singh Badal: সুখবীর বাদলের Z+ নিরাপত্তা সত্ত্বেও স্বর্ণমন্দিরে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
Man fires shots at Sukhbir Singh Badal: প্রাক্তন জঙ্গি নারাইন সিং চৌরা নামে এক ব্যক্তি বুধবার পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর গুলি চালানোর চেষ্টা করেন। সেই সময় সুখবীর অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে তাঁর ধর্মীয় শাস্তির অংশ হিসাবে প্রহরীর দায়িত্বে বসে ছিলেন।
চৌরা, বর্তমানে নিষ্ক্রিয় জঙ্গি গোষ্ঠী খালিস্তান লিবারেশন আর্মির সদস্য, শিরোমণি অকালি দলের নেতাকে গুলি করার চেষ্টার জেরে ধরা পড়ে যান এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধরা পড়ার সঙ্গে সঙ্গে, নারায়ণ সিং চৌরা তাঁর পিস্তল থেকে একটি গুলি চালান, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সুখবীর বাদলের Z+ নিরাপত্তা সত্ত্বেও স্বর্ণমন্দিরে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চৌরা এর আগে ২০০৪ সালে অস্ত্র আইনের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। চৌরা, যিনি গুরুদাসপুরের ডেরা বাবা নানকের সদস্য, ২০১৮ সালে জেল থেকে বেরিয়ে আসেন এবং তখন থেকে দল খালসা এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে কাজ করছেন।
#WATCH | Punjab: Bullets fired at Golden Temple premises in Amritsar where SAD leaders, including party chief Sukhbir Singh Badal, are offering 'seva' under the religious punishments pronounced for them by Sri Akal Takht Sahib, on 2nd December.
— ANI (@ANI) December 4, 2024
Details awaited. pic.twitter.com/CFQaoiqLkx
আরও পড়ুন উড়িয়ে দেওয়া হবে তাজমহল! ইমেল মারফত চরম হুমকি, মুহূর্তে চরম আতঙ্কে হুলস্থূল
১৯৮২ সালে কানওয়ার সিং ধামি দ্বারা গঠিত অকাল ফেডারেশনের দ্বিতীয় ইন কমান্ড নারাইন সিং চৌরা, তাঁর বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।