/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/shahin-bagh-inci-759.jpg)
শাহিনবাগে এই ব্যক্তিই গুলি চালান বলে অভিযোগ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার টুইটার থেকে।
সিএএ বিরোধী বিক্ষোভে দিল্লিতে আবারও চলল গুলি। জামিয়ার পর শাহিনবাগে বিক্ষোভস্থলের সামনে গুলি চলল। বন্দুকবাজকে আটক পুলিশ আটক করেছে বলে খবর। হতাহতের কোনও খবর নেই। ওই ব্যক্তিকে আটক করার সময় তাঁকে ‘জয়শ্রী রাম’ ধ্বনি দিতে দেখা গিয়েছে প্রাথমিক ভিডিওতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে ৫৩ মিনিট নাগাদ গুলি চালান ওই ব্যক্তি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, একটি ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের দেশে শুধু হিন্দুদের কথায় চলবে, অন্য কারও কথায় নয়’’।
উল্লেখ্য সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শাহিনবাগে অবস্থান বিক্ষোভ চলছে। প্রথম থেকেই শাহিনবাগের বিক্ষোভকারীদের টার্গেট করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। এই আবহে জামিয়ার পর শাহিনবাগে বিক্ষোভস্থলে গুলি চালানোর ঘটনা নয়া মোড় নিল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আয়করে নয়া চমক মোদী সরকারের, স্বস্তিতে মধ্যবিত্ত
Man who opened fire in Shaheen Bagh area being whisked away by Delhi Police. https://t.co/dYPR3kFulgpic.twitter.com/fQC7VtjUoY
— The Indian Express (@IndianExpress) February 1, 2020
আরও পড়ুন: ‘ঘরে ঢুকে মেয়ে-বোনদের ধর্ষণ করতে পারে শাহিনবাগের বিক্ষোভকারীরা’
প্রসঙ্গত, ক’দিন আগেই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ বিক্ষোভ চলাকালীন প্রকাশ্যে গুলি চালায় এক ‘নাবালক’।এ ঘটনায় জখম হন এক পড়ুয়া। তাঁর হাতে আঘাত লাগে বলে জানা যায়। সেদিনের ভিডিওতে বিক্ষোভকারীদের উদ্দেশে ওই বন্দুকধারীকে বলতে শোনা যায়, ‘‘এই নাও আজাদি…হিন্দুস্তান জিন্দাবাদ…দিল্লি পুলিশ জিন্দাবাদ’’। ওই বন্দুকবাজকে ইতিমধ্যেই আটক করে নিরাপদ হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনার সময় অকুস্থলে ছিল দিল্লি পুলিশ। পুলিশের সামনেই কীভাবে গুলি চালানো হয়, সে নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।
Read the full story in English