scorecardresearch

বড় খবর

অধীরের পর মনমোহন সিং, ট্রাম্পের সম্মানে নৈশভোজ ‘বয়কট’ প্রাক্তন প্রধানমন্ত্রীর!

প্রথমে আমন্ত্রণপত্র গ্রহণ করলেও নৈশভোজে থাকতে না পারার কথা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।

donald trump, ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের নৈশভোজ বয়কট মনমোহন সিংয়ের, manmohan singh, মনমোহন সিং, Manmohan Singh to skip Rashtrapati Bhavan banquet for Donald Trump, ট্রাম্পের নৈশভোজ, trump dinner, manmohon singh to skip dinner for trump, ট্রাম্পের নৈশভোজ এড়ালেন মনমোহন, ট্রাম্পের নৈশভোজে যাবেন না মনমোহন
মনমোহন সিং। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

অধীর চৌধুরীর পর এবার ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ বয়কটের সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং! মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। ট্রাম্পের নৈশভোজে আমন্ত্রণ করা হয়েছিল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মনমোহন সিংকে। প্রথমে আমন্ত্রণপত্র গ্রহণ করলেও নৈশভোজে থাকতে না পারার কথা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।

আরও পড়ুন: বড় ঘোষণা ট্রাম্পের, ভারত-আমেরিকা প্রতিরক্ষা চুক্তিতে সিলমোহর

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ বয়কট করার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ট্রাম্পের নৈশভোজে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়নি। যা অপমানজনক বলেই মনে করছে কংগ্রেস। আর এ কারণেই মঙ্গলবার ট্রাম্পের নৈশভোজ বয়কট করার কথা জানান অধীর।

আরও পড়ুন: ‘ভারতের ঐক্যই বিশ্বের অনুপ্রেরণা’, মোদীকে স্বস্তি দিয়ে বললেন ট্রাম্প

এ প্রসঙ্গে গত শনিবার বহরমপুরের সাংসদ বলেন, ‘‘দুই বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে মুখোমুখি হবেন ট্রাম্প ও মোদী। গণতন্ত্রের বহু মাত্রা রয়েছে। যার অন্যতম শালীনতা এবং শিষ্টাচার। প্রধানমন্ত্রী যখন আমেরিকা গিয়েছিলেন সেই সময় হাউডি মোদী-তে সেদেশের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু ট্রাম্পের নৈশভোজে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আমন্ত্রিত নন’’। এরপরই এ ইস্যুতে মোদীকে কটাক্ষের সুরে অধীর বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রীর অভিধানে গণতন্ত্রের অর্থ বদলে গিয়েছে। এখন শুধুই মোদী শো। যেন ভারত মানেই মোদী’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Manmohan singh donald trump rashtrapati bhavan banquet