Advertisment

India-Canada Relations: খালিস্তানি সমর্থকদের নিরাপদ আশ্রয়স্থল কানাডা? ট্রুডোর মন্তব্যে তোলপাড়, কী বললেন কানাডার প্রধানমন্ত্রী?

India-Canada Relations: কানাডার বিরুদ্ধে খালিস্তানিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ইতিমধ্যে সরব হয়েছে ভারত। এবার খোদ কানাডার প্রধানমন্ত্রী সেদেশে খালিস্তানপন্থী সমর্থকদের উপস্থিতির কথা স্বীকার করে নিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
india-canada relation

কানাডায় খালিস্তানি সমর্থকদের উপস্থিতির কথা স্বীকার করে নিলেন জাস্টিন ট্রুডো।

India-Canada Relations:  কানাডায় খালিস্তানি সমর্থকদের উপস্থিতির কথা স্বীকার করে নিলেন জাস্টিন ট্রুডো। পার্লামেন্ট হিলে দীপাবলি উদযাপনের সময় দেওয়া কানাডার প্রধানমন্ত্রীর এক বিবৃতি এখন প্রকাশ্যে যেখানে ট্রুডো কানাডায় খালিস্তানপন্থী  সমর্থকদের উপস্থিতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। 

Advertisment

কানাডার বিরুদ্ধে খালিস্তানিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ইতিমধ্যে সরব হয়েছে ভারত। এবার খোদ কানাডার প্রধানমন্ত্রী সেদেশে খালিস্তানপন্থী সমর্থকদের উপস্থিতির কথা স্বীকার করে নিলেন। এখন সামনে এসেছে এক বিরাট প্রশ্ন। যারা ভারতের বিরোধিতা করে চলেছে লাগাতার তাদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে কানাডা? 

কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। ভাইরাল ভিডিওটি গত সপ্তাহে সোমবার দিওয়ালি উদযাপনের সময় দেওয়া এক ভাষণের। পার্লামেন্ট হিলে ভারতীয় কানাডিয়ান অভিবাসীদের উদ্দেশ্যে ট্রুডোকে বলতে শোনা যায়, 'কানাডায় খালিস্তানি অনেক সমর্থক আছে, কিন্তু তারা সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। পাশাপাশি তাকে এটাও বলতে শোনা যায় কানাডায় মোদি সরকারের অনেক সমর্থক আছে, কিন্তু তারা সমগ্র কানাডিয়ান হিন্দুদের প্রতিনিধিত্ব করে না।'

সন্ত্রাসের আঁতুড়ঘরেই ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে উঠল রেলস্টেশন, রক্তে ভেসে গেল প্ল্যাটফর্ম, মৃত্যুমিছিল....!

খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রুডোর এহেন মন্তব্য সামনে এসেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক ২০২৩ সালের সেপ্টেম্বরে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, যখন ট্রুডো খালিস্তানি নেতা নিজ্জরের মৃত্যুতে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন। ভারত ট্রুডোর অভিযোগকে ‘অযৌক্তিক’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।বিদেশ মন্ত্রকের তরফে বারবার বলেছে যে কানাডা সরকারকে তার অভিযোগের স্বপক্ষে প্রমাণ উপস্থাপনের কথা  বারবার বলা হলেও তারা কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।  

এই সপ্তাহের শুরুতে, কিছু বিক্ষোভকারী কানাডার ব্রাম্পটনে একটি মন্দিরে প্রবেশ করে। বিক্ষোভকারীরা, হাতে  খালিস্তানি পতাকা নিয়ে মন্দিরের তান্ডব চালায়। ভক্তদেরও মারধর করে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া ভিডিওতে বিক্ষোভকারীদের মন্দির চত্বরের বাইরে ভক্তদের ওপর হামলা করতে দেখা যায়। যদিও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘটনার নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে কানাডায় শান্তিপূর্ণভাবে সকলের তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে কানাডায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। 

India-Canada
Advertisment