Advertisment

Pakistan Railway Station Blast: সন্ত্রাসের আঁতুড়ঘরেই ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে উঠল রেলস্টেশন, রক্তে ভেসে গেল প্ল্যাটফর্ম, মৃত্যুমিছিল....!

Pakistan Railway Station Blast: প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল স্টেশন চত্ত্বর। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে গেলেন কয়েক ডজন মানুষ। মুহুর্তেই হাহাকার, কান্নার রোল!

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
pakistan rail station blast

সন্ত্রাসের আঁতুড়ঘরেই বিস্ফোরণ!

Pakistan Railway Station Blast: প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল স্টেশন চত্ত্বর। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে গেলেন কয়েক ডজন মানুষ। মুহুর্তেই হাহাকার, কান্নার রোল! এমনই এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল পাকিস্তানের কোয়েটা রেলস্টেশন।

Advertisment

বোমা বিস্ফোরণের জেরে শেষ পাওয়া খবর অনুসারে ২১ জন নিহত, এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। পাকিস্তানের নিউজ চ্যানেল জিও নিউজের মতে, ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানোর ঠিক আগে রেলস্টেশনের বুকিং কাউন্টারের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় স্টেশনে উপচে পড়া ভিড়ের কারণে বিপুল সংখ্যক মানুষ এই হামলার শিকার হয়েছেন।  

ফের ভয়াবহ বিস্ফরণ! এবার আবারও টার্গেট পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ।কোয়েটা রেল স্টেশনে বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক ডজনের বেশি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাড়ছে বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহও ।

আম্বানি-আদানি নন, ২ হাজার কোটির বেশি দান করে লাইমলাইটে এই ভারতীয় শিল্পপতি

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (অপারেশনস) মহম্মদ বালোচ বলেছেন, "পেশোয়ারগামী এক্সপ্রেস ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণ ঘটে।" বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে"। এদিকে আহতদের চিকিৎসার জন্য অতিরিক্ত চিকিৎসক মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি। তিনি বলেন, সন্ত্রাসবাদীরা  মানবতার শত্রু। তারা নিরীহ মানুষদের টার্গেট করেছে। তিনি সন্ত্রাসবাদ নির্মূলে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনিও সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য তার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

উত্তাল বাংলাদেশ, হিন্দুদের ওপর হামলা, গর্জে উঠল ভারত, কড়া বার্তা....

Blast pakistan
Advertisment