Advertisment

দান্তেওয়াড়ায় চিত্রসাংবাদিক লক্ষ্য ছিলেন না, দাবি মাওবাদী বিবৃতিতে

বিবৃতিতে লেখা হয়েছে, "ডিডি-র চিত্রসাংবাদিককে হত্যা করার কোনও অভিপ্রায় আমাদের ছিল না। তিনি হামলা চলাকালীন হঠাৎ মাঝখানে চলে আসাতেই যত বিপত্তি"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ডিডি নিউজের চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহু। ছবি- প্রসার ভারতীর টুইটার থেকে।

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় দূরর্শনের নিহত চিত্রসাংবাদিক অচ্যুতানন্দ সাহুকে মারতে চায়নি মাওবাদীরা। নিরাপত্তাবাহিনীর উপর মাওবাদীদের অতর্কিত হামলার সময় তিনি হঠাৎ করে মাঝখানে চলে আসাতেই এই করুণ পরিণতি বলে জানানো হয়েছে মাওবাদীদের জারি করা শুক্রবারের বিবৃতিতে। সংবাদমাধ্যম তাদের 'টার্গেট' ছিল বলেও উল্লেখ করেছে এই অতিবাম সংগঠনটি। চিঠি আকারে এই বিবৃতি প্রকাশ্যে আসে।

Advertisment

মাওবাদীদের দর্ভা ডিভিশনাল কমিটির সম্পাদক সাইনাথের নামে জারি করা এই বিবৃতিতে লেখা হয়েছে, "ডিডি-র চিত্রসাংবাদিককে হত্যা করার কোনও অভিপ্রায় আমাদের ছিল না। তিনি হামলা চলাকালীন হঠাৎ মাঝখানে চলে আসাতেই যত বিপত্তি"। এছাড়া, সাংবাদিক এবং ভোটকর্মীরা যাতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে না ঘোরাফেরা করে সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে মাওবাদীদের তরফে।

মাওবাদী হামলার সময়ে মা-এর উদ্দেশে রেকর্ড করা দূরদর্শনের সংবাদকর্মীর ভিডিও মেসেজটি দেখুন এখানে ক্লিক করে

তবে মাওবাদীদের এমন 'ক্ষমাপ্রার্থনা'কে 'কৌশল' বলে উল্লেখ করেছেন দান্তেওয়াড়ার পুলিশ সুপার। তাঁর প্রশ্ন, যদি ভুল করেই অচ্যুতানন্দকে মারা হয়, তাহলে রেকর্ডেড ফুটেজ-সহ ক্যামেরাটি কেন লুঠ করা হল? এরপর তিনি আরও বলেন, "ওটা (ক্যামেরা) লুঠ করার কারণ, সংবাদমাধ্যমকে আক্রমণ করার প্রথম কয়েক মিনিটের ছবি রেকর্ড করা ছিল ওই ক্যামেরায়। চিত্রসাংবাদিকের শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং খুলিতে যেভাবে বুলেটের ছাপ রয়েছে তাতে স্পষ্ট যে এই আক্রমণ মোটেই ভুল করে ঘটেনি"।

উল্লেখ্য, ৩০ অক্টোবর (মঙ্গলবার) সকালে দান্তেওয়াড়ার আরাণপুরে মাওবাদী আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন দূরর্শনের চিত্রসাংবাদিক অচ্যুতানন্দ সাহু এবং ২ পুলিশকর্মী। এরপর হাসপাতালে মৃত্যু হয় আরেক নিরাপত্তাকর্মীর। তবে, ওই হানায় আক্রান্ত হলেও প্রাণে বেঁচে যান এক পুলিশকর্মী।

Read the full story in English

Maoist
Advertisment