উদ্বোধনের মাসও পেরোল না, ১৩ কোটি টাকার সেতু উড়িয়ে দিল মাওবাদীরা

শনিবার গিরিডি-তে মোবাইল টাওয়ারে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।

শনিবার গিরিডি-তে মোবাইল টাওয়ারে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Maldah bomb blast, two are died

প্রতীকী ছবি

মাস খানেক হয়েছিল উদ্বোধনের। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় ১৩ কোটি টাকা খরচে তৈরি ব্রিজ উড়িয়ে দিল মাওবাদীরা। রবিবার ভোররাত আড়াইটে নাগাদ ডুমরি থানা এলাকার বারাগাড়া এবং লুরাঙ্গোর মাঝে তৈরি এই সেতুটি বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়।

Advertisment

গিরিডির এসডিপিও অনিল কুমার সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী গ্রাম সেতু যোজনার অধীনে গত ২০১৮ সালে এই সেতু তৈরির রূপরেখা হয়। তার পর গত মাসে সেতুটির উদ্বোধন হয়। প্রতিরোধ সপ্তাহ পালন করছে সিপিআই (মাওবাদী)। তাদের নেতা প্রশান্ত বোসকে গ্রেফতারের প্রতিবাদে এই প্রতিরোধ সপ্তাহ পালন করছে। সেই কারণে শনিবার গিরিডি-তে মোবাইল টাওয়ারে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।

আগামী ২৭ জানুয়ারি বিহার-ঝাড়খণ্ডে বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। উল্লেখ্য, গত বছর নভেম্বরে ঝাড়খণ্ড পুলিশ প্রশান্ত বোস ওরফে কিষাণদা এবং তাঁর স্ত্রী শীলা মারান্ডিকে গ্রেফতার করেছে। প্রশান্তর মাথার দাম এক কোটি টাকা ঘোষণা করেছিল পুলিশ।

Advertisment

আরও পড়ুন সংক্রমণ শিখরে কর্নাটক, একদিনে করোনায় কাবু ৫০ হাজারেরও বেশি

মাওবাদীদের পূর্বাঞ্চলীয় সম্পাদক হলেন প্রশান্ত বোস। পূর্বাঞ্চলে মাওবাদীদের সক্রিয় গতিবিধির দায়িত্বে ছিলেন প্রশান্ত। তার মধ্যে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গও রয়েছে।

Maoist jharkhand