জইশ প্রধান মাসুদ আজহার, লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সৈদ, মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম ও ২৬/১১ হামলায় অভিযুক্ত জাকি-উল-রহমান-লাকভিকে 'সন্ত্রাসবাদী' হিসাবে ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। 'সন্ত্রাস বিরোধী' নতুন আইনে এই ঘোষণা করেছে নয়াদিল্লি।
গত ২রা অগাস্ট, রাজ্যসভায় পাস হয়েছে অবৈধ কার্যক্রম প্রতিরোধ সংশোধনী (ইউএপিএ) বিল। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপ। নতুন আইনে জঙ্গি কার্যকলাপে জড়িত কোনও ব্যক্তি বিশেষকে আলাদাভাবে 'সন্ত্রাসবাদী' তকমা দেওয়ার বিষয়টি রয়েছে।
আরও পড়ুন: মাইসোর বিমানবন্দরে সহযোগীকে চড় মারলেন সিদ্দারামাইয়া
স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, কেন্দ্র বিশ্বাস করে মাসুদ আজহার জঙ্গি কার্যকলাপে জড়িত। তাই নতুন আইন বলে তাকে জঙ্গি হিসাবে ঘোষণা করা হল। একইভাবে হাফিজ মহম্মদজ সৈদ জঙ্গি কাজে যুক্ত থাকায় তাকেও সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়েছে।
জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বা তাকে মদত দেওয়া, প্রচার কাজের সঙ্গে যুক্ত থাকলে কোনও ব্যক্তিকে 'সন্ত্রাসবাদী' বলে চিহ্নিত করা হবে। সংশোধীত ইউএপিএ আইন বলে তা করতে পারা যাবে। এর আগে ইউএপিএ আইনের ৪ ও ৬ নম্বর ধারায় কোনও গোষ্ঠী বা সংগঠনকে 'সন্ত্রাসবাদী' তকমা দেওয়ার বিধান ছিল।
Read the full story in English