করোনার বিরুদ্ধে যুদ্ধে চালাচ্ছে গোটা দেশ। রোজই ভাইরাসে আক্রান্ত ও মৃত্য়ুর সংখ্য়া লাফিয়ে বাড়ছে। এই আবহে ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো খবরের দাপটও। বুম ওয়েবসাইটের একটি গবেষণায় জানা গিয়েছে, ভুয়ো খবর ও অসত্য় তথ্য়ের মধ্য়ে ৩৫ শতাংশই ছড়ানো হয়েছে ভিডিওর মাধ্য়মে।
আরও পড়ুন: করোনা ওষুধ বানাতে পরীক্ষা নিজেদের উপর, মৃত্যু সঙ্গে সঙ্গে
বুম ওয়েবসাইটের গবেষণায় জানা গিয়েছে, জানুয়ারি-ফেব্রুয়ারিতে চিন ও করোনা চিকিৎসা নিয়ে গুজব রটানো হয়েছিল। মার্চে ইটালিতে লকডাউন নিয়ে ফেক নিউজ ভাইরাল হয়েছিল। এপ্রিলে মুসলিম সম্প্রদায়কে নিয়ে অসত্য় তথ্য় ছড়ানো হয়েছিল। উল্লেখ্য়, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১৭৮টি তথ্য় খতিয়ে দেখেছে ওই সাইটটি। ট্রেন্ডিং নিউজের উপর ভিত্তি করে ওই সংস্থাটি গবেষণা চালায়।
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরও পড়ুন: পরিযায়ী শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তাল সুরাত
গবেষণায় জানা গিয়েছে, ৩৫ শতাংশ ভুয়ো খবরই ভিডিওর মাধ্য়মে ছড়ানো হয়েছিল। করোনা সংক্রমণ ছড়াতে খাবারের উপর মুসলিম বিক্রেতারা থুতু ছেটাচ্ছেন, এ সম্পর্কে ভুয়ো ক্লিপ বেশি দেখা গিয়েছে এপ্রিল মাসে। ২৯.৪ শতাংশ ফেক নিউজ করোনা চিকিৎসা ও ডাক্তারদের বক্তব্য় নিয়ে বানানো হয়েছে। ভুয়ো তথ্য় নিয়ে মাত্র ২.২ শতাংশ অডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
গত ২৫ জানুয়ারি করোনা সংক্রান্ত তথ্য় প্রথম খতিয়ে দেখে বুম। দিল্লি নির্বাচন, ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর, দিল্লি হিংসার ঘটনা ফেক নিউজ হিসেবে কার্যত রাজত্ব করেছিল। মার্চ মাসে সবকিছুকে ছাপিয়ে যায় করোনভাইরাস।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন