কংগ্রেসকে 'অ-বিশ্বাসযোগ্য' দল বলে কটাক্ষ করলেন বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী। রাজস্থানে দলের ৬ বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন। তার জেরেই হাত শিবিরকে তোপ দেগেছেন উত্তরপ্রেদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রাজস্থানের শেষ বিধানসভা ভোটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কংগ্রেস। তবে, বিজেপি বিরোধী সরকার গঠনে কংগ্রেসকে সমর্থন করেছিল বহুজন সমাজবাদী পার্টি। তারপরও দল ভাঙানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার ৬জন বিএসপি বিধায়ক একটি চিঠি তুলে দেন রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশীর হাতে। সেখানেই তারা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার কথা বলেন। স্পিকার ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এই খবরের সত্যতা স্বীকার করেন। এর ফলে ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় শাসক দল কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেড়ে হল ১০৬।
আরও পড়ুন: মোদীর জন্মদিনে যজ্ঞ করলেন তৃণমূল বিধায়ক, তুঙ্গে জল্পনা
মঙ্গলবার, টুইট করেন মায়াবতী। সেখানেই তিনি লেখেন, 'বিএসপির মধ্যে ভাঙন ধরিয়ে রাজস্থানে কংগ্রেস ফের প্রমাণ করল, তারা বিশ্বাসযোগ্য নয়। প্রতারক। আরও মারাত্মক শক্তির বিরুদ্ধে লড়াই না করে যে দলগুলি তাকে সমর্থন করে, কংগ্রেস তাদেরই ক্ষতি করছে। এর থেকেই ফের প্রমাণ মেলে যে কংগ্রেস এসটি, এসসি, ওবিসিদের বিরোধী। সংরক্ষণের আন্তর্ভুক্ত জাতি সমন্ধে তাদের কোনও চিন্তা নেই।'
টুইটে বিএসপি নেত্রীর সংযোজন, 'কংগ্রেস বরাবরই বি আর অম্বেডকর ও তাঁর মতাদর্শের বিরোধিতা করে এসেছে। সে জন্যই অম্বেডকরকে দেশের প্রথম আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে হয়েছিল। কংগ্রেস অম্বেডকরকে ‘ভারতরত্ন’ উপাধি থেকেও বঞ্চিত করেছে।'
আরও পড়ুন: কোটি টাকায় বিক্রি হল মোদীর পাঁচশ টাকার ফোটোস্ট্যান্ড
বিএসপি ত্যাগী বিধায়কদের অন্যতম রাজেন্দ্র সিং গুধা বলেন, 'সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারকে পোক্ত করতেই কংগ্রেসের সঙ্গে মিসে যাওয়ার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়া ৩৬ জাতি-উপজাতির নেতা। এছাড়া আর কেউ নেতা হওয়ার যোগ্য নন। তাই সরাসরি কংগ্রেসের থেকেই সরকারকে সমর্থন করতে এই পদক্ষেপ।'
আরেক দলত্যাগী বিধায়ক যোগীন্দর সিং আওয়ানা বলেন, 'বিধানসভায় সমর্থন করলেও লোকসভা থেকে পঞ্চায়েত ভোট, আমরা হাত শিবিরের বিরোধীতা করেছি। এইভাবে চলতে পারে না। এতে বিশ্বাসযোগ্যতা কমছে। তাই এক সঙ্গে পথ চলা শুরু করলাম।'
Read the full story in English