Advertisment

মেহবুবা মুফতির বন্দিদশার মেয়াদ বাড়ল আরও ৩ মাস

আরও ৩ মাসের জন্য় পিডিপি নেত্রীর বন্দিদশার মেয়াদ বাড়ালো জম্মু-কাশ্মীর প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mehbooba Mufti, মেহবুবা মুফতি

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মেহবুবা মুফতির বন্দিদশার মেয়াদ ফের বাড়ানো হল। জন সুরক্ষা আইনে আরও ৩ মাসের জন্য় পিডিপি নেত্রীর বন্দিদশার মেয়াদ বাড়ালো জম্মু-কাশ্মীর প্রশাসন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ছাড়াও ন্য়াশনাল কনফারেন্সের শীর্ষ নেতা আলি মহম্মদ সাগর ও পিডিপি নেতা সরতাজ মাদানির বন্দিদশার মেয়াদও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisment

উল্লেখ্য়, গত ৭ এপ্রিল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে তাঁর শ্রীনগরের বাড়িতে স্থানান্তরিত করে রাখা হয়। সেখানেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ২০১৯ সালের ৫ অগাস্ট থেকে বন্দিদশায় রয়েছেন পিডিপি নেত্রী। ৩৭০ ধারা বাতিলের সময় জম্মু-কাশ্মীরের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখা হয়।

আরও পড়ুন: ‘ভাবতেই পারিনি পুলিৎজার পাব’, কেঁদে ফেললেন চিত্রসাংবাদিক চান্নি আনন্দ

কিছুদিন আগেই মুক্তি দেওয়া হয়েছে ফারুক আবদুল্লাকে। মুক্তি প্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেছিলেন, ‘আমি আজ মুক্ত। আমার আনন্দের ভাষা নেই। আমি এখন দিল্লিতে গিয়ে সংসদে যেতে পারব ও উপত্যকার মানুষের কথা তুলে ধরবো।’ মুক্তির পর শ্রীনগরের সাংসদ জানিয়েছিলেন, ‘যাঁরা আমাদের মুক্তির দাবি জানিয়েছিলেন তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি আরও বলেছিলেন, ‘আমাদের স্বাধীনতা তখনই সম্পূর্ণ হবে যখন ভূস্বর্গের সব বন্দি নেতা-নেত্রীকে মুক্ত করা হবে। আশা করি এই বিষয়ে কেন্দ্র সদর্থক ভূমিকা পালন করবে।’ প্রসঙ্গত, ৩৭০ ধারা রদের সময় থেকে ওমর আবদুল্লাকেও বন্দি করা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment